ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

প্রতিভার যত্ন নিতে যে উদ্যোগ নিল ক্রীড়া পরিষদ

Ayesha Siddika | আপডেট: ২৫ জুন ২০২৫ - ০৭:০৫:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘অনূর্ধ্ব-১৬ ক্রীড়া অন্বেষণ কর্মসূচি ২০২৪–২৫’-এর সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেন প্রায় ৫০০ উদীয়মান খেলোয়াড়। প্রাথমিক বাছাই শেষে ১০টি ইভেন্টে ১৬২ জন প্রশিক্ষণার্থীকে নির্বাচিত করা হয়, যার মধ্যে ৮৯ জন বালক ও ৭৩ জন বালিকা।

সমাপনী অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, প্রতিবছর অন্বেষণ করে আনা প্রতিভারা যেন হারিয়ে না যায়, সেজন্য একটি সেন্ট্রাল ডেটাবেজ তৈরি করা হয়েছে। সেইসঙ্গে খেলোয়াড়দের নিয়মিত মূল্যায়নের জন্য প্রতি ৬ মাস অন্তর পুনঃমূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ফেডারেশনগুলোর মাধ্যমে সঠিক পরিচর্যা করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, যেসব প্রশিক্ষণার্থী আর্থিকভাবে অস্বচ্ছল, তাদের ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে সহায়তা দেওয়া হবে। অনুষ্ঠানে ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্রীড়াঙ্গনে উদীয়মান প্রতিভা অন্বেষণের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশীয় ক্রীড়ার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।

 

কিউটিভি/আয়শা//২৫ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad