
স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘অনূর্ধ্ব-১৬ ক্রীড়া অন্বেষণ কর্মসূচি ২০২৪–২৫’-এর সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সমাপনী অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, প্রতিবছর অন্বেষণ করে আনা প্রতিভারা যেন হারিয়ে না যায়, সেজন্য একটি সেন্ট্রাল ডেটাবেজ তৈরি করা হয়েছে। সেইসঙ্গে খেলোয়াড়দের নিয়মিত মূল্যায়নের জন্য প্রতি ৬ মাস অন্তর পুনঃমূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ফেডারেশনগুলোর মাধ্যমে সঠিক পরিচর্যা করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, যেসব প্রশিক্ষণার্থী আর্থিকভাবে অস্বচ্ছল, তাদের ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে সহায়তা দেওয়া হবে। অনুষ্ঠানে ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্রীড়াঙ্গনে উদীয়মান প্রতিভা অন্বেষণের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশীয় ক্রীড়ার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।
কিউটিভি/আয়শা//২৫ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:০০