
স্পোর্টস ডেস্ক : স্পেনের প্রতিভাবান উইঙ্গার আনসু ফাতি আর এক সময়ের বিশ্বসেরা মিডফিল্ডার পল পগবা এখন দাঁড়িয়ে আছেন একই মোড়ে। গন্তব্যও এক তাদের। ফাতির ক্যারিয়ারে সর্বনাশের নাম ইনজুরি, আর পগবার সোনালী সময় নষ্ট হয়েছে খামখেয়ালি আর নিষদ্ধ বস্তু গ্রহণে। তবে দুজনই আবার ঘুরে দাঁড়াতে চাচ্ছেন। বার্সেলোনায় জায়গা হারিয়ে নতুন দলের সন্ধানে ফাতি। পগবাও নিষেধাজ্ঞা কাটিয়ে খেলার জন্য ক্লাব খুঁজছেন।
আর পগবা ও ফাতির জন্য ত্রাতা হয়ে হাজির হয়েছে লিগ ওয়ানের দল মোনাকো। এই দুই তারকাকে দলে ভেড়াতে চলেছে লিগ ওয়ানের আটবারের চ্যাম্পিয়নরা। দুই বছরের চুক্তিতে পগবাকে দলে ভেড়াতে চলেছে লিগ ওয়ানের দলটি। কোনো ক্লাবের সঙ্গে চুক্তিতে না থাকায় বিনামূল্যেই পগবাকে পাচ্ছে ক্লাবটি।
অন্যদিকে, বার্সার ১০ নম্বর জার্সিধারী ফাতি ধারে যোগ দিচ্ছেন মোনাকোয়। এক বছরের ধারের এই চুক্তিতে মেয়াদ শেষে চাইলে স্থায়ীভাবে কিনে নেয়ার সুযোগ রাখা হয়েছে। মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, মেডিকেল টেস্টে অংশ নিতে আজ(বুধবার)-কালকের মধ্যেই মোনাকোয় যাবেন ফাতি।
মোনাকোর প্রধান নির্বাহী থিয়াগো স্কুরো গত সেপ্টেম্বরে জানিয়েছিল, তাদের মূল লক্ষ্য আগামী ৩ বছরের মধ্যে মূল দলের স্কোয়াডের অর্ধেক একাডেমির খেলোয়াড়দের দিয়ে সাজানো। দারুণ সব প্রতিভা তুলে আনায় মোনাকোর একাডেমির খ্যাতি আছে। থিয়েরি অঁরি, ডেভিড ত্রেজেগে এবং কিলিয়ান এমবাপ্পে এই ক্লাবের একাডেমি থেকেই উঠে এসেছেন।
একই সঙ্গে স্কুরো স্কোয়াডে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশেলের দিকেও নজর রাখছেন। আর সে জন্যই এই ব্রাজিলিয়ান পগবা ও আনসু ফাতির মতো পতিত তারকাকে দলে নেয়ার জুয়া খেলতে চলেছেন। ২০২৩ এর সেপ্টেম্বরে জুভেন্টাসের জার্সিতে এমপোলির বিপক্ষে ম্যাচের পর আর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি পগবা।
তবে এর আগে থেকেই খারাপ সময় কাটাচ্ছেন ২০১৮ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। ২০২২-২৩ মৌসুমে তার ফিটনেস নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। সে মৌসুমে জুভেন্টাসের জার্সিতে সব মিলিয়ে মাত্র ১৬১ মিনিট খেলেছেন তিনি। তার আগের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে ২৭ ম্যাচে ১,৭৮৩ মিনিট খেলেছিলেন এই ফরাসী।
পগবা শেষবারের মতো পূর্ণ মৌসুম মাঠে ছিলেন ২০১৮-১৯ মৌসুমে। সেই মৌসুমে ৪৭ ম্যাচে ৪,০১২ মিনিট খেলেছিলেন তিনি। ফাতিও ইনজুরির কারণে ২০২০-২১ মৌসুমের পর থেকে অনিয়মিত। মাঝে ধারে প্রিমিয়ার লিগের দল ব্রাইটনে যগ দিলেও সেখানেও আলো ছড়াতে পারেননি। গত মৌসুমে লা লিগায় ফিরলেও লিগে সব মিলিয়ে মাত্র ৬টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।
এখন দেখার বিষয়, নিজেদের হারানো খ্যাতি পুনরুদ্ধার করতে পারেন কি–না এই দুই পতিত তারকা।
কিউটিভি/অনিমা/২৫ জুন ২০২৫, /বিকাল ৪:৩০