
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভ হার্মিসন টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ গৌতম গম্ভীরকে অনুরোধ করেছেন, যেন তিনি ঋষভ পন্থের ব্যাপারে হস্তক্ষেপ না করেন এবং তাকে স্বাভাবিক খেলাটাই খেলতে দেন। ইংল্যান্ডের এই সাবেক ফাস্ট বোলারের মতে, পন্তের মতো স্বভাবজাত আগ্রাসী ব্যাতারদের স্বাধীনতা দিয়ে খেলতে দিলেই তাদের থেকে সর্বোচ্চ ফল পাওয়া যাবে। বেশি নিয়ন্ত্রণে গম্ভীর যেন তার স্বাভাবিক খেলা নিয়ন্ত্রণের চেষ্টা না কারণে সেই অনুরোধ করেছেন ৪৬ বছর বয়সি হার্মিসন।
‘তার কানে কেউ আওয়াজ দেয় এবং আমার মনে হয় কোচিং প্যানেলের কেউ কেউ হয়ত বলে, “হ্যাঁ, আমাকে তার মাথায় ঢুকতে হবে এবং তাকে ভাবাতে হবে এভাবে ব্যাট করো বা ওভাবে ব্যাট করো।” তুমি যদি ভারতের কোচ হও, আর তুমি যদি ঋষভ পন্থের কোচ হও, তাহলে ওর মাথার ভেতরে ঢোকার কথা চিন্তা করলেই ভয় লাগবে। আমার কথা হলো, ছেলেটাকে খেলতে দাও, ওকে মুক্তভাবে খেলতে দাও।’
এই টেস্টের দ্বিতীয় দিনের শেষ বলের দৃষ্টান্ত টেনে হার্মিসন পন্তকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, তাকে চমৎকার ব্যক্তি হিসেবে উল্লেখ করে কেন ক্রিকেটে তার মতো আরও খেলোয়াড় দরকার তা ব্যাখ্যা করেন। এই সাবেক ইংলিশ ক্রিকেটার বলেন, ‘আমরা গত রাতে দেখেছি, শেষ ওভারের প্রথম বলেই বিশাল ছক্কা–একদম মাঠের বাইরে, ৭০ মিটারের চেয়েও বড়। আমি বলছি, সে পয়সা উসুল খেলোয়াড়। তার উদযাপন, তাকে ঘিরে সবকিছুই দারুণ আকর্ষণীয়।’
কিউটিভি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ১০:১৪