
স্পোর্টস ডেস্ক : কিউবাতে ১৯৬২ সাল থেকে চালু হয়েছে কাপাবলাঙ্কা মেমোরিয়াল চেস টুর্নামেন্ট। কিউবার বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু হোসে রাউল কাপাবলাঙ্কার স্মরণে ফি বছর এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। তেমনি রাশিয়ার মস্কোতে ২০০৬ সাল থেকে আয়োজন করা হয় তাল মেমোরিয়াল চেস টুর্নামেন্ট। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন মিখাইল তালের স্মৃতিতে এমন দাবা প্রতিযোগিতার আয়োজন করে থাকে রাশিয়ান দাবা ফেডারেশন।
গত বছর ৫ জুলাই দাবা খেলতে খেলতে হার্ট অ্যাটাক হয়েছিল জিয়ার। দাবা বোর্ডের ওপরই পড়ে যান তিনি। এরপর হাসপাতালে নেওয়ার পর মারা যান জিয়া। জিয়ার মৃত্যুদিন স্মরণে ৪ জুলাই শুরু হবে এই গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট। বাংলাদেশ দাবা ফেডারেশনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট চলবে ১২ জুলাই পর্যন্ত। টুর্নামেন্টের প্রাইজমানি পাঁচ লাখ টাকা।
প্রতিযোগিতায় অংশ নেবেন ভারত, শ্রীলংকা, নেপাল, থাইল্যান্ড, রাশিয়াসহ বিভিন্ন দেশের দাবাড়ুরা। যারা এক সময় জিয়ার ছাত্র ছিলেন। সেই তালিকায় রয়েছেন প্রয়াত জিয়ার অনেক বন্ধুও।
জিয়ার স্ত্রী লাবণ্যর কথা, ‘দেশের বাইরে জিয়ার অনেক ছাত্র। ওদের বেশিরভাগের এই সময়ে ফ্রান্সে একটা প্রতিযোগিতা রয়েছে। এখানে ভারতের জিএম নীলোৎপল দাস, সূর্যশেখর গাঙ্গুলীর খেলার কথা ছিল। কিন্তু ওরা ফোনে আমাকে শুভকামনা জানিয়েছেন। আসতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেছেন। তবে সব খোঁজখবর রাখছেন তারা।’
লাবণ্য জানান, ‘আমি দীর্ঘদিন দেশে ছিলাম না। এরপর হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি। ফেডারেশন থেকে সহযোগিতা পাচ্ছি। এরপর স্পন্সর পেয়েছি, সেখান থেকে ৫ লাখ টাকার প্রাইজমানি দিচ্ছি।’খেলা হবে ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে। দেশের চার গ্র্যান্ডমাস্টারের মধ্যে নিয়াজ মোরশেদ ও রিফাত বিন সাত্তার এরই মধ্যে নিশ্চিত করেছেন অংশগ্রহণ। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, জিয়ার ছেলে তাহসিন তাজওয়ারসহ দেশের সেরা দাবাড়ুরা অংশ নেবেন।
এদিকে জিয়ার মৃত্যুর পর বছর পেরোতে প্রয়াত দাবাড়ুকে নিয়ে ফেডারেশন বা সরকারের তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি বলে আক্ষেপ ঝরল লাবণ্যর কন্ঠে, ‘আমার কষ্টের জায়গা হলো, এই দাবা ফেডারেশনে খেলতে খেলতে মারা গেল জিয়া। এক বছর হয়ে গেল ওর ব্যাপারে সরকার থেকে কোনো স্বীকৃতি পেলাম না। এই জন্য চাইছিলাম ওকে যেন মানুষ মনে রাখে। তাল, কাপাবলঙ্কা মেমোরিয়াল যেমন যুগ যুগ ধরে চলছে, তেমন জিয়া মেমোরিয়োলও যেন চলে। শুরুতে হয়তো ছোট আকারে হবে। তবে প্রতি বছর বড় আকারে করতে চাই।’
কিউটিভি/আয়শা/২৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:১৫