ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

জাবির ৪ হলের নাম শহীদদের নামে চায় গণতান্ত্রিক ছাত্রসংসদ

Ayesha Siddika | আপডেট: ২৩ জুন ২০২৫ - ০৪:৩৭:০১ পিএম

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের চার হলের নাম পরিবর্তনের প্রস্তাবনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ শাখা। 

সোমবার (২৩ জুন) এক লিখিত প্রস্তাবণায় তারা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ইতিহাস, স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নামগুলো প্রস্তাব করে।

প্রস্তাবে বলা হয়— আবাসিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসিক হল কেবল বাসস্থান নয়, বরং তাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও পরিচয়গত স্মারক হিসেবে কাজ করে। তাই হলের নাম হওয়া উচিত ন্যায়, মর্যাদা ও গৌরবের প্রতীক। সেই বিবেচনায় ১৩, ১৫, ১০ ও ২১ নম্বর হলের জন্য চারটি প্রস্তাবনা দেওয়া হয়েছে।

১৩ নম্বর ছাত্রী হলের জন্য প্রস্তাবিত নাম—‘শহীদ নাফিসা-রিয়া হল’। 

প্রস্তাবে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন সাভারের এইচএসসি পরীক্ষার্থী নাফিসা হোসেন মারওয়া। একই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই নারায়ণগঞ্জে র্যাব-পুলিশের নির্মম হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় ছয় বছরের শিশু রিয়া গোপ।

১৫ নম্বর ছাত্রী হলের জন্য প্রস্তাব করা হয়েছে ‘শহীদ ফেলানি খাতুন হল’। 

ছাত্রসংসদের মতে, সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১৬ বছর বয়সি ফেলানির ঝুলন্ত লাশ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছে।

১০ নম্বর ছাত্র হলের জন্য প্রস্তাবিত নাম—‘শহীদ শ্রাবণ-আলিফ হল’। 

প্রস্তাবে উল্লেখ করা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ শ্রাবণ গাজী ও আলিফ আহমেদ সিয়াম ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির সম্মুখসারিতে থেকে জীবন উৎসর্গ করেছেন। তাদের নামে নামকরণই গণতন্ত্রের লড়াইয়ে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকে স্মরণীয় করে রাখবে।

এছাড়া ২১ নম্বর ছাত্র হলের জন্য প্রস্তাব করা হয়েছে ‘শহীদ জিয়াউর রহমান হল’। ছাত্রসংসদের ভাষ্যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর সেনানী এবং স্বাধীনতার ঘোষণা প্রদানের মাধ্যমে দেশের ইতিহাসে অবিস্মরণীয় অবদান রেখেছেন। 

ছাত্রসংসদের পক্ষ থেকে জানানো হয়, এসব নামকরণ শুধু শহীদদের স্মরণ নয়, বরং ফ্যাসিবাদ, ভারতীয় আধিপত্য ও স্বৈরতন্ত্রবিরোধী ছাত্ররাজনীতির এক প্রতীকী অবস্থান। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন এসব নাম প্রস্তাবনা আলোচনায় এনে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

কিউটিভি/আয়শা/২৩ জুন ২০২৫, /বিকাল ৪:৩৪

▎সর্বশেষ

ad