ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

হেডিংলি টেস্ট: তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে চালকের আসনে ভারত

Ayesha Siddika | আপডেট: ২২ জুন ২০২৫ - ০৭:৪৬:১৬ পিএম

স্পোর্টস ডেস্ক : হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে রিশভ পান্ট ও শুভমান গিলের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারত তাদের প্রথম ইনিংস শেষ করেছে ৪৭১ রানে। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সংগ্রহ এক উইকেটে ৬৭ রান (১৩ ওভার পর্যন্ত)।

এদিন, রিশভ পান্ট নিজের সপ্তম টেস্ট শতক তুলে নেন। শুভমান গিল করেন ১৪৭ রান। প্রথম দিন যশস্বী জয়েসওয়াল করেছিলেন ১০১ রান। শনিবার (২১ জুন) সকালে প্রথম ৯০ মিনিট পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে ছিল।

এই সময়ে যোগ হয় ৯৫ রান। এর মধ্যে পান্ট একাই করেন ৬৯। তার ব্যাটে ছিল শটের বৈচিত্র্য ও দাপট। শোয়েব বশিরের প্রথম বলেই প্যান্ট মারেন প্যাডেল শট। নিজের শতক পূর্ণ করেন মিড উইকেটের ওপর দিয়ে ছক্কায়। এটি তার ইংল্যান্ডে তৃতীয় সেঞ্চুরি।

সেঞ্চুরির পর ডিগবাজি দিয়ে উদযাপন করেন পান্ট

পান্টের ইনিংসে ছিল ৬টি ছক্কা, যা তার শতকগুলোর মধ্যে সর্বোচ্চ। তবে ১২৪ রানে একবার জীবন পান। পরে জশ টাংয়ের বলে এলবিডব্লিউ হন তিনি ১৩৪ রানে।

এর আগে গিল আউট হন বশিরের বলে টাংয়ের হাতে ক্যাচ দিয়ে। ২০৯ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙে তখন।

লম্বা বিরতির পর ফিরেছেন করুণ নাইর। কিন্তু মাত্র চার বল খেলেই শূন্য রানে বিদায় নেন। তার আগে এ ম্যাচে অভিষেক হওয়া সাই সুদর্শনও রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথে হাঁটেন।

টাং এবং স্টোকস চারটি করে উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। জ্যাক ক্রাউলি ৪ রান করে আউট হন। তবে বেন ডাকেট এবং অলি পোপ নটআউট রয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/২২ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad