ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

Anima Rakhi | আপডেট: ০৩ জুন ২০২৫ - ০২:০৯:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে এজিয়ান ও ভূমধ্যসাগরীয় উপকূল। স্থানীয় সময় সোমবার রাতে এবং মঙ্গলবার ভোরে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে, আহত হয়েছেন অন্তত ৮ জন।

প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় সোমবার রাত ১১টা ১৭ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিকেল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, এটি উৎপন্ন হয় এজিয়ান সাগরের তলদেশে, তুরস্কের সীমান্তঘেঁষা গ্রিক দ্বীপ দোদেকানেসের কাছে, ৬৮ কিলোমিটার গভীরে।

এর কয়েক ঘণ্টা পর, মঙ্গলবার ভোরে আবার কেঁপে ওঠে অঞ্চলটি। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮ এবং এটি উৎপন্ন হয় মারমারিজ শহরের ১৮ কিলোমিটার গভীরে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এক্স (পূর্বতন টুইটার)-এ এক পোস্টে জানান, ভূমিকম্পের সময় মুগলা প্রদেশের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে গিয়ে প্রায় ৭০ জন আহত হন। এ ছাড়া প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

মারমারিজের মেয়র ইদ্রিস আকবিয়িক জানিয়েছেন, শহরটিতে অন্তত ৮ জন আহত হয়েছেন, যাঁরা ভূমিকম্পের সময় আতঙ্কে জানালা বা বারান্দা থেকে ঝাঁপ দিয়েছিলেন।

উল্লেখ্য, তুরস্ক অতীতে ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেশটির ১১টি প্রদেশে প্রাণ হারান ৫ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ। এর আগে, ২০২০ সালে ৭ মাত্রার আরেক ভূমিকম্পে মারা যান প্রায় ১ হাজার ৪০০ জন।

কিউটিভি/অনিমা/০৩ জুন ২০২৫, /দুপুর ২:০৮

▎সর্বশেষ

ad