ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

Anima Rakhi | আপডেট: ০৩ জুন ২০২৫ - ০২:০৯:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে এজিয়ান ও ভূমধ্যসাগরীয় উপকূল। স্থানীয় সময় সোমবার রাতে এবং মঙ্গলবার ভোরে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে, আহত হয়েছেন অন্তত ৮ জন।

প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় সোমবার রাত ১১টা ১৭ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিকেল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, এটি উৎপন্ন হয় এজিয়ান সাগরের তলদেশে, তুরস্কের সীমান্তঘেঁষা গ্রিক দ্বীপ দোদেকানেসের কাছে, ৬৮ কিলোমিটার গভীরে।

এর কয়েক ঘণ্টা পর, মঙ্গলবার ভোরে আবার কেঁপে ওঠে অঞ্চলটি। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮ এবং এটি উৎপন্ন হয় মারমারিজ শহরের ১৮ কিলোমিটার গভীরে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এক্স (পূর্বতন টুইটার)-এ এক পোস্টে জানান, ভূমিকম্পের সময় মুগলা প্রদেশের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে গিয়ে প্রায় ৭০ জন আহত হন। এ ছাড়া প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

মারমারিজের মেয়র ইদ্রিস আকবিয়িক জানিয়েছেন, শহরটিতে অন্তত ৮ জন আহত হয়েছেন, যাঁরা ভূমিকম্পের সময় আতঙ্কে জানালা বা বারান্দা থেকে ঝাঁপ দিয়েছিলেন।

উল্লেখ্য, তুরস্ক অতীতে ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেশটির ১১টি প্রদেশে প্রাণ হারান ৫ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ। এর আগে, ২০২০ সালে ৭ মাত্রার আরেক ভূমিকম্পে মারা যান প্রায় ১ হাজার ৪০০ জন।

কিউটিভি/অনিমা/০৩ জুন ২০২৫, /দুপুর ২:০৮

▎সর্বশেষ

ad