১১ বছর পর টি-টোয়েন্টিতে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং অ্যান্ডারসনের

Ayesha Siddika | আপডেট: ০২ জুন ২০২৫ - ০৪:৫৪:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : বল হাতে অবিশ্বাস্য এক ক্যারিয়ার কাটিয়েছেন কিংবদন্তিতুল্য ক্রিকেটার জেমস অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেটে হাজারের ওপর উইকেট শিকার করেছেন। টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ ৭০৪ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। গত বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর মনযোগী হয়েছেন ঘরোয়া টি-টোয়েন্টিতে।

আর ১১ বছর পর কুড়ি ওভারের ক্রিকেটে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং করেছেন অ্যান্ডারসন। রোববার (১ জুন) টি-টোয়েন্টি ব্লাস্টে ৪ ওভার বল করে ১৭ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অ্যান্ডারসন এক বছরের জন্য ল্যাঙ্কাশায়ারের সঙ্গে কাউন্টি খেলার চুক্তি করেন। এই চুক্তির অংশ হিসেবেই তিনি টি-টোয়েন্টি ব্লাস্টে ডারহামের বিপক্ষে মাঠে নামেন এবং প্রথম ম্যাচেই দেখিয়েছেন আগুনে বোলিংয়ের ঝলক।

ম্যাচের শুরুতেই অ্যান্ডারসন তার গতিময় অ্যাকশন দিয়ে ডারহামের দুই ওপেনার গ্রাহাম ক্লার্ক এবং অ্যালেক্স লিসকে ফেরান। এরপর ১১তম ওভারে ফিরেই তুলে নেন ডাচ ব্যাটার কলিন অ্যাকারম্যানকে। সব মিলিয়ে তিনি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং নৈপুণ্য।

তার এই অসাধারণ পারফরম্যান্সে ভর করেই ল্যাঙ্কাশায়ার ৪ উইকেটে ম্যাচটি জিতে নেয়। অবশ্য এমন দুর্দান্ত বোলিংয়ের পরও ৪৩ বছর বয়সি অ্যান্ডারসনকে টি-টোয়েন্টি ক্রিকেটে আবারও নিয়মিত দেখা যাবে কি না তা এখনই নিশ্চিত নয়।

 

 

কিউটিভি/আয়শা/০২ জুন ২০২৫,  /বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad