ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

যুক্তরাজ্যের নাগরিকত্ব পেতে রেকর্ড সংখ্যক আমেরিকানের আবেদন

Anima Rakhi | আপডেট: ২৪ মে ২০২৫ - ০৬:০৬:৪৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক  : যুক্তরাজ্যে নাগরিকত্বের পাশাপাশি অনির্দিষ্টকাল ধরে বসবাস ও কাজের অধিকার পেতে আবেদন করেছেন রেকর্ড সংখ্যক আমেরিকান।

শুক্রবার সরকারি ডেটার বরাত দিয়ে এ তথ্য জানায় দ্য নিউ ইয়র্ক টাইমস।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের হোম অফিস প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১২ মাসে যুক্তরাজ্যের নাগরিক হতে আবেদন করেন ছয় হাজার ৬১৮ জন আমেরিকান।

প্রতি বছর আমেরিকার কত নাগরিক যুক্তরাজ্যে নাগরিকত্ব পেতে আবেদন করেন, ২০০৪ সালে তার হিসাব রাখা শুরু হয়। এরপর থেকে এ ১২ মাসে বার্ষিক সর্বোচ্চ আবেদন হয়।

হোম অফিসের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাজ্যে যেতে আবেদন করেন প্রায় দুই হাজার আমেরিকান। এটি যেকোনো প্রান্তিকের সর্বোচ্চ আবেদন।

অভিবাসনবিষয়ক আইনজীবীরা বলছেন, গত বছরের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর যুক্তরাজ্যে আসার বিষয়ে আমেরিকানদের প্রয়োজনীয় জিজ্ঞাসার সংখ্যা ক্রমশ বাড়ছে।

এ বিষয়ে উইলসন্স সলিসিটর্স নামের একটি আইনি প্রতিষ্ঠানের লন্ডনের জ্যেষ্ঠ অভিবাসন আইনজীবী মুহুন্থান পারামেসভারান বলেন, যুক্তরাষ্ট্রে গত নির্বাচনের পরপরই বসবাসের জন্য যুক্তরাজ্যে আসতে ইচ্ছুক আমেরিকানদের কাছ থেকে জিজ্ঞাসার সংখ্যা বেড়েছে।

কিউটিভি/অনিমা/২৪ মে ২০২৫, /সকাল ৬:০৬

▎সর্বশেষ

ad