ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

পাক-ভারত যুদ্ধবিরতি, গুরুত্বপূর্ণ ঘোষণা ভারতীয় সেনাবাহিনীর

Anima Rakhi | আপডেট: ১৮ মে ২০২৫ - ০৮:৩২:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি অব্যাহত থাকবে এবং এর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই—এমন ঘোষণা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশই এই চুক্তিকে দীর্ঘমেয়াদি রূপ দেওয়ার উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয়েছে।

রোববার (১৮ মে) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ভারতীয় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করেন।

তিনি বলেন, “অনেকেই ধারণা করছেন এই যুদ্ধবিরতি কেবল সাময়িক। তবে আমরা স্পষ্ট করে জানাতে চাই—ডিজিএমও পর্যায়ের আলোচনা অনুযায়ী এ যুদ্ধবিরতির কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। এটি স্থায়ীভাবে বলবৎ থাকবে।”

তিনি আরও যোগ করেন, “সীমান্তে শান্তি রক্ষায় আমরা পাকিস্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং চাইছি এই সমঝোতা দীর্ঘস্থায়ী হোক।”

প্রতিবেদনে আরও জানানো হয়, রোববার ভারত ও পাকিস্তানের দুই দেশের সামরিক অভিযানের মহাপরিচালকদের (ডিজিএমও) মধ্যে কোনো আনুষ্ঠানিক বৈঠকের সূচি ছিল না।

তবে ভারতীয় পক্ষের এই ঘোষণার প্রতিক্রিয়ায় পাকিস্তান এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মাঝে মাঝে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটলেও, সাম্প্রতিক যুদ্ধবিরতির চুক্তি দুই দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কূটনৈতিক পরিবেশে এই উন্নয়ন ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

কিউটিভি/অনিমা/১৮ মে ২০২৫, /রাত ৮:৩২

▎সর্বশেষ

ad