ভিনিসিউসকে নিয়ে বর্ণবাদী আচরণের দায়ে পাঁচজনের কারাদণ্ড

Ayesha Siddika | আপডেট: ১৫ মে ২০২৫ - ১১:৩৬:২৯ পিএম

স্পোর্টস ডেস্ক : ভিনিসিউসসহ অনেক ফুটবলার এখনও সময়ে সময়ে বর্ণবাদী আচরণের শিকার হন। স্প্যানিশ ফুটবল ফেডারেশন তদন্ত সাপেক্ষে ব্যবস্থাও নিয়ে থাকে। ২০২২ সালে ভিনির সঙ্গে ঘটা তেমনি এক ঘটনায় ভায়াদোলিদের পাঁচ ফুটবল সমর্থককে কারাদণ্ড দিলেন স্পেনের আদালত। ওই পাঁচ সমর্থককে এক বছরের জন্য জেলে পাঠানো হয়েছে, পাশাপাশি জরিমানা করা হয়েছে ১৬২০ ইউরো।

গত বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিউস ও তার সতীর্থ অ্যান্তোনিও রুডিগারকে নিয়ে বর্ণবাদী আক্রমণের দায়ে এক ব্যক্তিকে ৮ মাসের কারাদণ্ড দেয়া হয়। বর্ণবাদী আক্রমণের পাশাপাশি রুডিগারের ধর্ম নিয়েও কটূক্তি করেন ওই ব্যক্তি। তার আগের মৌসুমে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেও বর্ণবাদের শিকার হন ভিনিসিউস। এরপর তদন্ত করে তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দেন স্পেনের আদালত।

 

কিউটিভি/আয়শা/১৫ মে ২০২৫, /রাত ১১:৩৩

▎সর্বশেষ

ad