রোহিতের অবসর নিয়ে শেহবাগের বিরূপ মন্তব্য

Ayesha Siddika | আপডেট: ০৮ মে ২০২৫ - ০৬:১৮:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতীয় তারকা ক্রিকেটার রোহিত শর্মা গতকাল হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তার এমন ঘোষণার পর অনেকেই কুর্ণিশ জানিয়েছেন। তবে ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ বিরূপ মন্তব্য করেছেন।

ভারতীয় বিশ্বকাপজয়ী দলের সাবেক এই তারকা ক্রিকেটার বলেছেন, ‘আমি নিশ্চিত নির্বাচকরা তার সঙ্গে কথা বলেছিলেন, নিজেদের পরিকল্পনা জানিয়েছিলেন এবং কিছু বিকল্প দিয়েছিলেন। তাই দল ঘোষণার আগে —সবকিছু প্রকাশ্যে আসার আগেই —রোহিত শর্মা নিজেই অবসরের ঘোষণা করেন। এটা ভালো দিক।’

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সেহবাগ রোহিতের সিদ্ধান্তকে ‘ভালো লক্ষণ’ হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ‘এটা দুর্দান্ত, কারণ আমিও শুনেছিলাম কিছু ব্যাপার —যেমন, সে ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি নিচ্ছিল, বা অস্ট্রেলিয়া সফরের সময় যখন শেষ টেস্ট খেলেনি, তখন বলছিল, ‘আমি কোথাও যাচ্ছি না। আমি এখানেই আছি। এমন ভাব করো না যেন আমি অবসর নিয়েছি।’

শেহবাগ আরও বলেছেন, ‘কিন্তু এই সময়ে কী হতে পারে? সম্ভবত নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছিলেন‘আমরা রোহিত শর্মাকে টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করব না,’ বা হয়তো ‘আমরা তাকে খেলোয়াড় হিসেবেও দলে নেব না।’ আমি নিশ্চিত নির্বাচকরা তার সঙ্গে কথা বলেছিলেন, নিজেদের পরিকল্পনা জানিয়েছিলেন এবং কিছু বিকল্প দিয়েছিলেন। তাই দল ঘোষণার আগে—সবকিছু প্রকাশ্যে আসার আগেই—রোহিত শর্মা নিজেই অবসরের ঘোষণা করেন। এটা ভালো দিক।’

সেহবাগ আরও জানান, ‘কিন্তু রোহিত শর্মার মতো খেলোয়াড়কে মিস করবে না এমন কেউ নেই। টেস্ট, ওডিআই, কিংবা টি টোয়েন্টি যে কোনও ফরম্যাটেই ও পূর্ণ বিনোদন দিয়েছে। দর্শকরা ওর ব্যাটিং দারুণ উপভোগ করেছে, আর ওর রেকর্ডগুলো অসাধারণ।’তিনি বলেন, ‘হ্যাঁ, এমন একটা অনুভূতি থাকেই —ও আর একটু খেলতে পারত।

হয়তো ১০০ টেস্ট ম্যাচও খেলতে পারত, যা খুব অল্প সংখ্যক এলিট খেলোয়াড়ই করেছে। কিন্তু ও নিজের সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটা ঠিক আছে। ওর ক্যারিয়ার সত্যিই অসাধারণ ছিল। রোহিত শর্মা তার টেস্ট ক্যারিয়ারে ৬৭ ম্যাচে অংশ নিয়ে ১২টি সেঞ্চুরি আর ১৮টি ফিফটির সাহায্যে ৪০.৫৭ গড়ে ৪৩০১ রান করেন।

 

 

কিউটিভি/আয়শা/০৮ মে ২০২৫, /সন্ধ্যা ৬:১৪

▎সর্বশেষ

ad