ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

যুক্তরাষ্ট্র কোভিড-১৯ এর উৎস অনুসন্ধান নিয়ে রাজনীতি করছে, অভিযোগ চীনের

Anima Rakhi | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ - ০৬:৪৯:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র কোভিড-১৯ এর উৎস অনুসন্ধান নিয়ে চীনকে হেয় প্রতিপন্ন করছে বলে অভিযোগ করেছে বেইজিং। মার্কিন এই কার্যক্রম একটি বৈজ্ঞানিক বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) কমিশন।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধের প্রেক্ষিতে বুধবার এনএইচসি’র একজন মুখপাত্র এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র বরাবরই দাবি করে আসছে, চীনের হুবেই প্রদেশের উহানের একটি গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কোভিড-১৯ মহামারী হয়েছিল। তবে এই দাবির পক্ষে কোনও প্রমাণ হাজির করতে পারেনি ওয়াশিংটন। চলতি সপ্তাহে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধে আবারও কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ার পেছনে বেইজিং দায়ী বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এনএইচসি’র মুখপাত্র বলেন, “নিবন্ধে উল্লিখিত তথাকথিত ‘কারণগুলো’ কোনও বৈজ্ঞানিক ভিত্তি নয় এবং তথাকথিত প্রমাণ সম্পূর্ণ কাল্পনিক।”

তিনি বলেন, “ভাইরাসের উৎস নিয়ে যুক্তরাষ্ট্র বারবার চীনকে লক্ষ্য করে কুৎসা রটিয়ে এসেছে, যা একটি বৈজ্ঞানিক বিষয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের এক নির্মম প্রচেষ্টা।”

তিনি জোর দিয়ে বলেন, মহামারীকে অস্ত্র হিসেবে ব্যবহার করে চীনকে দমনের মার্কিন কৌশল ব্যর্থ হবেই।

মুখপাত্র জানান, ক্রমবর্ধমান প্রমাণ এবং সূত্র বলছে, কোভিড-১৯ সম্ভবত যুক্তরাষ্ট্রেই আরও আগেই উদ্ভূত হয়েছিল। 

তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাই- চীনের বিরুদ্ধে কুৎসা প্রচার বন্ধ করুন, মহামারী মোকাবেলায় নিজেদের ভূমিকার আত্মসমালোচনা করুন এবং আন্তর্জাতিক সমাজের কাছে দায়িত্বশীল ব্যাখ্যা দিন।” সূত্র: সিনহুয়াসিজিটিএন

 

কিউটিভি/অনিমা/২৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৪৯

▎সর্বশেষ

ad