
ডেস্ক নিউজ : মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুছ
যারা বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। (সুরা আহযাব: ৫৮) প্রিয় মুসলিম ভাই ও বোনেরা! বিবাহ শাদির মাধ্যমে একটি নতুন দাম্পত্য জীবন শুরু হয়। সেই জীবনের সুখ শান্তি ও আনন্দ সবাই কামনা করে। সেখান থেকে আদর্শ ও সুসন্তান লাভের চেষ্টা করে। তাহলে একটু চিন্তা করে দেখুন! আল্লাহর অবাধ্যতা এবং নবীজির সুন্নতের পবিত্রতা নষ্ট করে যে কাজের সূচনা হয়, ওই কাজের মাধ্যমে কি সুখ আসতে পারে? ঐ দম্পতি থেকে ভালো, আদর্শ এবং সুসন্তান কিভাবে আশা করা যেতে পারে? কখনোই সম্ভব নয়।
অন্যথায় আমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। এক হাদিসে রসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- কোন সম্প্রদায় যখন বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়, তখন তাদের মধ্যে এমন ব্যক্তি থাকে, যারা বাধা দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তাদেরকে বাধা দেয়না (ঐ পাপাচার বন্ধ করেনা), তাহলে (তাদের জীবদ্দশাতেই) মহান আল্লাহ তাদেরকে ব্যাপকভাবে তাঁর কোন শাস্তি ভোগ করাবেন। (আবু দাউদ: ৪৩৩৯) প্রিয় মুসলিম ভাই ও বোনেরা! আর যদি বাধা দেওয়া কিংবা নিষেধ করা সম্ভব না হয় তাহলে এমন বিবাহের অনুষ্ঠানে যাওয়া থেকে তো নিজেকে বিরত রাখা যায়।
ফিলিস্তিনের উপর বর্বর হামলার কারণে যদি ইসরাইলি পণ্য বয়কট করা হয়, তাহলে যে ব্যক্তি আল্লাহর নির্দেশ অমান্য করে, নবীজির পবিত্র সুন্নাহকে অপবিত্র করে, তার অনুষ্ঠানকে কেন আমরা বয়কট করতে পারি না? এক প্লেট ভাতের জন্য আমরা আমাদের নবীর সুন্নাহকে অপবিত্র করব? বিবাহের মতো একটি ইবাদতের পবিত্রতা বিনষ্ট করব?
যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে। (সুনানে আবু দাউদ: ৪০৩১)
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা! যদি আমরা এভাবে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে আমাদের নবীজির পবিত্র সুন্নতের পবিত্রতা কে নষ্ট করতে থাকি তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে আমাদের উপর অচিরেই এমন আজাব চাপিয়ে দিবেন যার কারণে বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য করা তো দূরের কথা বিবাহ করার সময়ই পাবো না। বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের দিকে লক্ষ্য করে দেখুন! তাদের কী পরিস্থিতি চলছে?
কেন আজ বিশ্বে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে ? কেন আজ মুসলমানরা শান্তিতে জীবন যাপন করতে পারছে না? তার কারণ একটাই, তা হচ্ছে আমরা আল্লাহ এবং তাঁর রসূলের নির্দেশনার বাইরে প্রবৃত্তির চাহিদা অনুযায়ী জীবন যাপন করছি। বিধর্মীদের সংস্কৃতি এবং আদর্শের অনুসরণ অনুকরণ করছি। তাই আমাদের এই করুন অবস্থা।
কিউটিভি/আয়শা/২০ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:০৪