
ডেস্ক নিউজ : অনেকে জানতে চান, বাথরুমে বিবস্ত্র হয়ে কি গোসল করা যাবে?এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, একান্ত প্রয়োজন ছাড়া বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করা উচিত নয়। এ বিষয়ে হাদিসে অনুৎসাহিত করা হয়েছে। যে কারণে সবাইকে এ অভ্যাস পরিহার করা উচিত।
আরেক হাদিসে আছে, হজরত জাবির (রা.) হতে বর্ণিত আছে যে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ পরকালের প্রতি যে লোক ঈমান রাখে সে যেন ইযার (লুঙ্গি) পরিহিত অবস্থা ছাড়া গোসলখানায় প্রবেশ না করে। মহান আল্লাহ এবং পরকালের প্রতি যে লোক ঈমান রাখে সে যেন তার স্ত্রীকে গোসলখানায় প্রবেশ না করায়। (তিরমিজি, হাদিস: ২৮০১)
বিবস্ত্র হয়ে গোসল করা অনুত্তম কাজ, সুন্নতের পরিপন্থি। আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরূপ করেননি। মোস্তাহাব ও উত্তম হলো পুরুষরা লুঙ্গি বেঁধে গোসল করা ও নারীরা নিচে পায়জামা বা ওড়না সাদৃশ্য ও বুকে গামছা সাদৃশ্য কিছু রাখবে।
কিউটিভি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/রাত ১২:৩২