
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ)বিকেলে শহরের বি কে কমিউনিটি সেন্টারের ৩য় তলায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চৌগাছা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মিয়া মো. আব্দুল হালিম।
উপজেলা ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক মুফতি শিহাব উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা ইসলামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম, যশোর জেলা ইসলামী আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা গোলাম মোরশেদ, সাধারন সম্পাদক মাওলানা নুরুজ্জামান, উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, উপজেলা হেফাজত ইসলামের উপদেষ্টা মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি, চৌগাছা বাজার মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব শিহাব উদ্দীন, উপজেলা ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি আব্দুল মোমিন, সরকারি কলেজ মসজিদের ইমাম ও খতিব হাফেজ উবাইদুল ইসলাম, ইসলামী আন্দোলনের স্বরুপদাহ ইউনিয়ন সভাপতি মাওলানা হাবিবুর রহমান, ধুলিয়ানী ইউনিয়ন সেক্রেটারি মাষ্টার সামাউল ইসলাম, মুফতি তরিকুল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা ইসলামী যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন ও ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউটিভি/আয়শা/২০ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২২