ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

এবার পরিবেশ বিভাগে নজর ট্রাম্পের, রাতারাতি ৮০০ কর্মী ছাঁটাই

Ayesha Siddika | আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২৫ - ০১:৩৮:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সমুদ্র ও পরিবেশ সুরক্ষা এজেন্সি এনওএএ (ন্যাশনাল ওশেনিক এবং অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন)-এর ৮০০ কর্মীকে রাতারাতি ছাঁটাই করেছে ট্রাম্প প্রশাসন। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এমনই এক তথ্য প্রকাশ করেছে।  সংবামাধ্যমটি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে জানতে পারে বলে উল্লেখ করেছে প্রতিবেদনে। 

এর আগে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার প্রশাসন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংস্থাগুলো থেকে প্রায় ৬৫ শতাংশ কর্মী ছাঁটাই করার লক্ষ্য নিয়েছে। এই নিয়ন্ত্রক সংস্থাগুলো জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে।

ট্রাম্প বলেন, ‘আমি লি জেল্ডিনের (পরিবেশ রক্ষা বিভাগের মুখ্য প্রশাসক) সঙ্গে কথা বলেছি এবং তিনি মনে করেন যে, পরিবেশ সংক্রান্ত দফতরগুলো থেকে ৬৫ বা তার বেশি শতাংশ কর্মীকে ছাঁটাই করা যায়। ’এনওএএ-র ৮০০ কর্মী ছাঁটাই সেই প্রক্রিয়ারই প্রথম ধাপ বলে মনে করছেন অনেকে। আগামী এক সপ্তাহের মধ্যে সমুদ্র, জীব বৈচিত্র্য, জলবায়ু, মহাকাশ পর্যবেক্ষণ, আবহাওয়া দফতর এবং অন্য গবেষণা ক্ষেত্রগুলোতে বিজ্ঞানী ও বিশেষজ্ঞসহ আরও কর্মীদের ট্রাম্প ছাঁটাই করতে পারে বলে আশঙ্কা রয়েছে। 

এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প সরকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) প্রায় ৪ হাজার ২০০ কর্মীকে ছুটিতে পাঠান এবং এক হাজার ৬০০ কর্মীকে বরখাস্ত করে। ব্যয়সঙ্কোচের উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ট্রাম্প সরকার জানিয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ১:৩৮

▎সর্বশেষ

ad