
স্পোর্টস ডেস্ক : ২৯ বছর পর কোনো আইসিসি টুর্নামেন্টের আয়োজন করছে পাকিস্তান। শুরুর দিনেই মাঠে নামল তারা। আজ তাদের বিপক্ষে লড়ছে নিউজিল্যান্ড। টস জিতলেন স্বাগতিক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
এ ম্যাচের লাইভ আপডেট পেতে নজর রাখুন যুগান্তর অনলাইনে।
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩ পিএম
ফখরের বিদায়, আরও বিপদে পাকিস্তান
চোট থেকে ফিরে ফখর ব্যাটিংয়ে নেমেছেন বটে, কিন্তু সুবিধা করতে পারছিলেন না কিছুতেই। মাইকেল ব্রেসওয়েল তাকে পরীক্ষায় ফেলেছিলেন বেশ। অফ স্টাম্পের অনেক বাইরে ডেলিভারিগুলো করছিলেন, যেখানে তার পৌঁছানো কষ্টকর ছিল। ১৭তম ওভারটা তাই মেইডেনই দিতে হয়েছে ফখরকে। এরপরের ওভারে আক্রমণে এসে লাইন বদলালেন ব্রেসওয়েল, স্লটে পেয়ে ছক্কা হাঁকাতে স্লগ সুইপ খেলেছিলেন তিনি, তবে পারলেন না, বোল্ড হন ফখর। সঙ্গে সঙ্গে তার ৪১ বলে ২৪ রানের ইনিংসটা শেষ হয়।
কিউটিভি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৪০