ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে পাকিস্তানজুড়ে উৎসবের আমেজ

Ayesha Siddika | আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২৫ - ০৪:২৬:৪৪ পিএম

স্পোর্টস ডেস্ক : বড়সড় বাধা এসেছিল। একসময় মনে হচ্ছিল এবারও বুঝি ব্যর্থ হবে পাকিস্তান। হয়নি। নানা নাটকীয়তা, বিতর্ক এবং জলঘোলা শেষে দেশটিতে অবশেষে ক্রিকেট উৎসব। তাতেই আনন্দে মেতেছে পাকিস্তানের মানুষেরা। বিলবোর্ডে সেজেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ছবি, স্টেডিয়াম হয়েছে জনাকীর্ণ। পাকিস্তানের অধিনায়ক বলেই দিয়েছেন, একমাস উৎসব করুন এবার।

দীর্ঘ ২৯ বছরের অপেক্ষা ফুরাচ্ছে আজ। পাকিস্তানের বিপক্ষে বিকালে লড়বে নিউজিল্যান্ড। এরমাঝে কেটে গেছে ২৯ বছর। এতগুলো বছর পর কোনও বিশ্ব পর্যায়ের টুর্নামেন্ট ফিরছে পাকিস্তানে। সেই ১৯৯৬ বিশ্বকাপের পর আবার। মোহাম্মদ রিজওয়ান চান, দেশবাসী এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে আনন্দ করুক, ‘পাকিস্তানের উচিত আগামী একমাস উৎসব করা। ২৯ বছর পর বিশ্বপর্যায়ের টুর্নামেন্ট ফিরল পাকিস্তানে। পাকিস্তান অনেক যন্ত্রণা সহ‌্য করেছে। অনেক ভুগেছে। কিন্তু তার মধ্যেও আমরা ২০১৭ সালে চ‌্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি।’

এবারও পাকিস্তানের লক্ষ্য ফাইনাল। বর্তমান চ্যাম্পিয়নদের অধিনায়ক দৃঢ় প্রতিজ্ঞ, ‘আমাদের ক্রিকেটীয় ক্ষমতার উপর সন্দেহ করা উচিত নয়। দেশের জন‌্য, আমাদের জনগণের জন‌্য সেরাটা দিতেই মাঠে নামব। গত তিন-চার বছরে দুইটি বিশ্বপর্যায়ের টুর্নামেন্টের ফাইনাল খেলেছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। এবার সময় হয়েছে—ট্রফি জেতার।’

হাইব্রিড মডেলে এবারের আসর আয়োজন করছে পাকিস্তান। ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। পাকিস্তান তাদের গ্রুপে লড়বে বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচের দুটিতে জিততে পারলে সেমিফাইনালের পথ পাঁকা হবে। আট জাতির টুর্নামেন্টটির ফাইনাল বসবে ৯ মার্চ। ভারত উঠলে খেলাটি গড়াবে দুবাইয়ে, অন্যথায় পাকিস্তানে।

 

 

কিউটিভি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:২৮

▎সর্বশেষ

ad