
স্পোর্টস ডেস্ক : বড়সড় বাধা এসেছিল। একসময় মনে হচ্ছিল এবারও বুঝি ব্যর্থ হবে পাকিস্তান। হয়নি। নানা নাটকীয়তা, বিতর্ক এবং জলঘোলা শেষে দেশটিতে অবশেষে ক্রিকেট উৎসব। তাতেই আনন্দে মেতেছে পাকিস্তানের মানুষেরা। বিলবোর্ডে সেজেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ছবি, স্টেডিয়াম হয়েছে জনাকীর্ণ। পাকিস্তানের অধিনায়ক বলেই দিয়েছেন, একমাস উৎসব করুন এবার।
এবারও পাকিস্তানের লক্ষ্য ফাইনাল। বর্তমান চ্যাম্পিয়নদের অধিনায়ক দৃঢ় প্রতিজ্ঞ, ‘আমাদের ক্রিকেটীয় ক্ষমতার উপর সন্দেহ করা উচিত নয়। দেশের জন্য, আমাদের জনগণের জন্য সেরাটা দিতেই মাঠে নামব। গত তিন-চার বছরে দুইটি বিশ্বপর্যায়ের টুর্নামেন্টের ফাইনাল খেলেছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। এবার সময় হয়েছে—ট্রফি জেতার।’
হাইব্রিড মডেলে এবারের আসর আয়োজন করছে পাকিস্তান। ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। পাকিস্তান তাদের গ্রুপে লড়বে বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচের দুটিতে জিততে পারলে সেমিফাইনালের পথ পাঁকা হবে। আট জাতির টুর্নামেন্টটির ফাইনাল বসবে ৯ মার্চ। ভারত উঠলে খেলাটি গড়াবে দুবাইয়ে, অন্যথায় পাকিস্তানে।
কিউটিভি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:২৮