
স্পোর্টস ডেস্ক : শুধু ব্যাটসম্যানদেরই নয়, পরিবর্তন এসেছে আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়েও। আফগানিস্তানের রশিদ খানকে সরিয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন শ্রীলঙ্কার মহেশ থিকশানা। যদিও শ্রীলঙ্কা এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিং করেছেন শুভমান গিল। এই সিরিজে তার সর্বনিম্ন রানের ইনিংস ছিল ৬০ রানের। বাকি দুই ওয়ানডেতে তিনি করেছিলেন ১১২ ও ৮৭ রান। আর তারই ফল হিসেবে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন তিনি।
অন্যদিকে ফর্মহীনতায় ভুগছেন পাকিস্তানের বাবর আজম। সর্বশেষ ২১ ইনিংসেই তার নেই কোনও সেঞ্চুরি। শুভমান গিলের রেটিং পয়েন্ট যেখানে ৭৯৬, বাবর আজমের সেখানে ৭৭৩। অর্থাৎ গিলের চেয়ে ২৩ রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন বাবর। র্যাঙ্কিংয়ে গিল এবং বাবরের পরের অবস্থানে আছেন যথাক্রমে রোহিত শর্মা, হেনরিখ ক্লাসেন ও ড্যারিল মিচেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করেছেন মহেশ থিকশানা। কলম্বোয় অনুষ্ঠিত প্রথম ম্যাচে তিনি নিয়েছিলেন ৪ উইকেট। বিপরীতে রশিদ সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত ডিসেম্বরে।
সব মিলিয়ে থিকশানার চেয়ে ১১ রেটিং পয়েন্ট পিছিয়েছেন রশিদ খান। আফগানিস্তানে এই লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৬৬৯, আর লঙ্কান স্পিনার থিকশানার ৬৮০। শীর্ষে পাঁচে থাকা বাকি ৩ বোলার হলেন বার্নার্ড শোলৎজ, কুলদীপ যাদব ও শাহিন আফ্রিদি। ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে আছেন মোহাম্মদ নবী।
কিউটিভি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৮