ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

রোহিতদের জার্সিতে পাকিস্তান থাকলেও ভেন্যুতে অনুপস্থিত ভারতের পতাকা

Ayesha Siddika | আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২৫ - ০৭:৪১:৪৬ পিএম

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি প্রকাশ করেছে ভারত। সেখানে আইসিসির নিয়মানুযায়ী আয়োজক দেশের নাম রাখতে হয়েছে ভারতীয় দলকে। ভারতের নতুন কাঁধে দেশটির জাতীয় পতাকার তিন রং। লম্বা সাদা স্ট্রাইপ থাকলেও তার ওপর ছড়িয়ে রয়েছে গেরুয়া, সাদা, সবুজ রং। বাকি জার্সি চিরাচরিত নীল রংয়ের। বাঁদিকে বিসিসিআইয়ের লোগো। আর ডানদিকে লেখা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। সঙ্গে লেখা ‘পাকিস্তান’।

এদিকে, ভারত জার্সিতে নাম রাখলেও ম্যাচের ভেন্যুতে দেশটির পতাকা রাখেনি পাকিস্তান। গতকাল (১৭ ফেব্রুয়ারি) করাচি স্টেডিয়ামে আয়োজক ৭ দেশের পতাকা দেখা গেলেও ভারতের পতাকা ছিল না সেখানে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সম্পর্কিত একটি ভিডিও এলেই শুরু হয় তোলপাড়।
 
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিসিবির এক মুখপাত্র মুখ খুললেও স্পষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে এড়িয়ে গেছেন তিনি। তার মতে, ‘আইসিসি নির্দেশ দিয়েছে যে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে শুধু চারটি পতাকা উত্তোলন করা হবে—আইসিসি, পিসিবি এবং সেদিনের ম্যাচে অংশ নেওয়া দুই দল। বিষয়টি একদম পরিষ্কার।’
 
রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তানের সম্পর্ক খুব একটা ভালো নয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে রাজি হয়নি ভারত। তারা টুর্নামেন্টের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। আর হাইব্রিড মডেলের এই আসর ঘিরে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের দ্বন্দ্বও প্রকাশ্যে আসে। এমনকি উদ্বোধনী অনুষ্ঠান ও অধিনায়কদের প্রেস মিটও বাদ দেওয়া হয়।  
 
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাজয়ী দল পাকিস্তান এবারই প্রথম এই টুর্নামেন্ট আয়োজন করছে। ৮ বছর পর হয়তো নানা বিতর্ক সঙ্গী করেই টুর্নামেন্টটি মাঠে গড়াবে। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই দুবাইয়ে খেলবে ভারত। আর যদি ভারত নক-আউট পর্ব কিংবা ফাইনালে উঠতে পারে, তাহলেও তাদের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর।

 

 

কিউটিভি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১২

▎সর্বশেষ

ad