ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

টুর্নামেন্ট জিততে চাইলে বুমরাহকে ছাড়া খেলতে শিখতে হবে : হরভজন

Ayesha Siddika | আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২৫ - ১০:৫১:১৬ পিএম

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত দলে নেই যশপ্রীত বুমরাহ। তিনি দলে না থাকায় তার অভাব যেন খুব বেশি অনুভব করছেন অনেকে। ডানহাতি এই পেসারকে ছাড়া ভারতের শিরোপা জয়ের সম্ভাবনাও বেশি দেখছেন না কেউ কেউ। তবে ভারতের সাবেক বিশ্বকাপজয়ী তারকা হরভজন সিং নিজের উত্তরসূরীদের পরামর্শ দিয়ে বলেছেন, ‘বুমরাহ ছাড়া খেলতে শিখো।’

হরভজন বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতই ফেভারিট। বুমরাহ বড় এক শক্তি, সে ম্যাচ জেতাতে পারে। কিন্তু বুমরাহ ছাড়াও অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। এই যেমন আর্শদীপ, শামি, কুলদীপ ও জাদেজা। ভারতই ফেভারিট, কিন্তু তাদের ফেবারিটের মতো খেলতে হবে।’বুমরাহ না থাকা মানে ভারতের বোলিং লাইনআপের ধারই কমে যাওয়া। নতুন বলের মতো ডেথওভারেও ভয়ঙ্কর তিনি। তবে ব্যাটারদের ছন্দের কারণে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছেন হরভজন।

তিনি বলেন, ‘সামর্থ্যের কারণেই আমি ভারতকে ফেভারিট বলছি। রোহিত ছন্দে ফিরেছে, বিরাট (কোহলি) রান পেয়েছে, শুবমান গিল ও শ্রেয়াস আইয়ার রান করছে। ব্যাটিং ও বোলিং বিভাগ পারফর্ম করছে। আমার মনে হয়, বুমরাহর অভাবটা শেষ কয়েক ওভারে অনুভূত হবে, বিশেষ করে যখন প্রতিপক্ষের অল্প কিছু রান লাগবে আর হাতে ২ বা ৩ উইকেট থাকবে। কিন্তু টুর্নামেন্ট জিততে চাইলে আপনাকে বুমরাহকে ছাড়া খেলতে জানতে হবে।

বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে বোলিংয়ের সময় মাঠ ছেড়েছিলেন বুমরাহ। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে সিডনি টেস্টের বাকি অংশে আর মাঠে নামেননি ডানহাতি এই পেসার। আইসিসির টুর্নামেন্টে পুরো ফিট বুমরাহকে পেতে তাকে বিশ্রামে পাঠায় বিসিসিআইয়ের মেডিক্যাল বিভাগ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড পরিবর্তনের শেষ দিনে এসে ভারত জানায়, সহসাই চোট থেকে সেরে ওঠা হচ্ছে না বুমরাহর। ফলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা হচ্ছে না তার।

 

 

কিউটিভি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:৫০

▎সর্বশেষ

ad