
স্পোর্টস ডেস্ক : শনিবার (১৫ ফেব্রুয়ারি) ইতালিয়ান বিশ্বাসযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক ফেসবুক পোস্টে জানান, দুই পক্ষের মধ্যে চুক্তির কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও কোনো ঝামেলা ছাড়াই নুনেজকে ধরে রেখেছিল লিভারপুল। তবে সেটা সম্ভব হলো কী করে?
মূলত কয়েকটি দিক বিবেচনায় নুনেজকে তখন ছাড়তে চায়নি লিভারপুল। অল রেডদের বর্তমান দলের একজন মূল খেলোয়াড় নুনেজ। আর চলতি মৌসুমে লিভারপুল দারুণভাবে খেলে যাছে। তাই দলের এই ছন্দটা ভাঙতে চাইছিল না লিভারপুল। আর সে কারণে দরদাম মিলে যাওয়ায়ও তাকে শেষমেশ ছাড়েননি আর্না স্লট।
আরেকটি বিষয়ও ভেবেছে লিভারপুল। আগামী মৌসুমে যেসব খেলোয়াড়দের ধরে রাখার কথা ভাবছে লিভারপুল সেই তালিকায় নেই নুনেজ। তাই তাকে ছেড়ে দেয়ার জন্য অতিরিক্ত কোনো খরচা করতে চাচ্ছিল না ক্লাবটি। এছাড়া আরও একটি বিষয় আছে। জানুয়ারিতে নুনেজ দল ছাড়লে এত অল্প সময়ের মধ্যে তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে লিভারপুলের জন্য। এসব কারণেই বড় আল নাসরের বড় অঙ্কের প্রস্তাবকে না করে দিয়েছিল লিভারপুল।
তবে শেষ মুহূর্তে প্রস্তাবে না করলেও এটা নিয়ে কোনো গুঞ্জন কিংবা ঝামেলার সৃষ্টি হয়নি। কারণ নুনেজকে না পেলেও তখন জন ডুরানকে কিনেছিল লিভারপুল। আর লিভারপুলও এবারের মৌসুমে এগিয়ে চলছে দুরন্ত গতিতে। তবে নুনেজের জন্য এখনও আগ্রহ নিয়ে বসে আছে সৌদি আরবের ক্লাবগুলো।
কিউটিভি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:০০