ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ব্রাইটনের কাছে লজ্জার হারে হতাশ চেলসি কোচ

Ayesha Siddika | আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২৫ - ০৫:৫৬:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : শিষ্যদের এমন পারফরম্যান্সের পর হতাশা লুকাতে পারেননি কোচ এনজো মারেস্কা। গত বছরের জুলাইয়ে দায়িত্ব নেয়ার পর থেকে এটি দলের সবচেয়ে বাজে ম্যাচ বলে উল্লেখ করেছেন তিনি।

প্রিমিয়ার লিগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ব্রাইটনের বিপক্ষে ৩-০ গোলে হারের পর মারেস্কা বলেন, ‘সম্ভবত আমি পৌঁছানোর পর এটা সবচেয়ে বাজে পারফরম্যান্স। বিশেষ করে আমরা এখন যে ধরনের ছন্দে আছি। আমরা লিগের চারে আছি। আজকে জিতলে লিগের তৃতীয় দলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে ১-এ আসতো। কিন্তু এখন ব্যবধানটা আরও বড় হলো। এ ধরনের পারফরম্যান্স কেউ আশা করে না। আমরা হতাশ, এমন পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি।’

হারের সঙ্গে বাজে পারফরম্যান্সের কারণটাও উল্লেখ করেছেন ইতালিয়ান এ কোচ। মূলত বেশিরভাগ তারকা ইনজুরিতে থাকায় আশানুরূপ ফল পাচ্ছে না দল। মূল স্ট্রাইকাররা না থাকায় ব্রাইটনের বিপক্ষে গোলের সুযোগও তৈরি করতে পারেনি ব্লুজ। এর আগে একই দলের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বাদ পড়েছিল তারা। তবে সমাধান বের করার চেষ্টায় আছেন মারেস্কা।

ইতালিয়ান এ কোচ বলেন, ‘ইনজুরি আমাদের সমস্যায় ফেলেছে। বিশেষ করে স্ট্রাইকাররা, গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা মাঠের বাইরে। কিন্তু আমাদের সমাধান খুঁজে বের করতে হবে।’ব্রাইটনের বিপক্ষে হারে কিছুটা হোঁচট খেলেও ভালোভাবেই মৌসুম শেষ করার বার্তা দিয়েছেন মারেস্কা।

তিনি বলেন, ‘আমি পৌঁছানোর পর এটা সবচেয়ে বাজে মুহূর্ত। কিন্তু আমরা এখনো প্রতিযোগিতায় আছি। আমাদের ভালোভাবে শেষ করতে হবে।’২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে নটিংহ্যাম ফরেস্ট।

 

 

কিউটিভি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৫৪

▎সর্বশেষ

ad