
স্পোর্টস ডেস্ক : ১৯৯৮ সালে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আইসিসি নকআউট ট্রফি (বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি) জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর সাদা বলের ক্রিকেটে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সাতবার বিশ্বকাপের শেষ চারে খেললেও কোনোবারই ফাইনালে যেতে পারেনি দলটি।
এসব কারণেই প্রোটিয়াদের ডাকা হত ‘চোকার্স’ নামে। তবে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে ওঠতে পেরেছিল দলটি। কিন্তু ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা খোয়াতে হয় প্রোটিয়াদের। এদিকে সামনেই আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। এদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাও নিশ্চিত করেছেন টেম্বা বাভুমারা।
আগামী জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। আসন্ন এ দুই টুর্নামেন্ট দিয়েই প্রোটিয়াদের আইসিসি শিরোপা খরা কাটবে বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার গ্রায়েম স্মিথ।
এসএ টোয়েন্টির কমিশনার স্মিথ পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আশা করি, ২০২৭ বিশ্বকাপের আগেই আমরা অনেক অপেক্ষার অবসান ঘটাব চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে। তবে দক্ষিণ আফ্রিকা যদি ঘরের মাঠে দর্শকদের সামনে বিশ্বকাপ জিততে পারে, তাহলে সেটা হবে দারুণ ব্যাপার।’
২০২৭ বিশ্বকাপের জন্য এখনই দেশটি প্রস্তুত হচ্ছে জানিয়ে স্মিথ বলেন, ‘আগামী তিন বছর আমাদের স্টেডিয়াম, পিচ এবং আমাদের ক্রিকেট ইকোসিস্টেম উন্নত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে চাই আমরা, যাতে ২০২৭ বিশ্বকাপ আয়োজনের সময় আমরাই ফেবারিট থাকি।’দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু হবে ২১ ফেব্রুয়ারি, করাচিতে আফগানিস্তানের বিপক্ষে লড়াই দিয়ে।
কিউটিভি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৪