
স্পোর্টস ডেস্ক : ভোটে ভিনিসিউস জুনিয়রকে পেছনে ফেলে পুরস্কারটি জিতে নিয়েছিলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। অনুষ্ঠানটি বয়কট করায় অনেকে রিয়ালের সমালোচনা করেছিলেন। তবে কোচ কার্লো আনচেলত্তি বলছেন, তারা কোনো ভুল সিদ্ধান্ত নেননি। যদিও অক্টোবরে ব্যালন ডি’অরের সে অনুষ্ঠানে না যাওয়ায় বর্ষসেরা কোচের পুরস্কাটি নিজ হাতে নেয়া হয়নি তার।
ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন আনচেলত্তি। সেখানে তিনি বলেন, ‘আমি মনে করি না এটা বুল সিদ্ধান্ত ছিল। আমরা মনে করেছিলাম, ভিনি ব্যালন ডি’অরের বিজয়ী। এর মানে এটা নয় যে, রদ্রিকে আমরা সম্মান করি না। সে দারুণ একজন খেলোয়াড়। আমি মনে করি, রদ্রি এটার (ব্যালন ডি’অর) জন্য আগের বছরই (২০২৩) যোগ্য ছিলেন।’
পিএসজিকে লিগ শিরোপা জেতাতে সহায়তা করে ২০২৩ সালে রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জেতেন লিওনেল মেসি।
অন্যদিকে ২০২২-২৩ মৌসুমে দারুণ সময় কাটান রদ্রি। ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ওই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে তার গোলেই জিতেছিল সিটি।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের সেরা খেলোয়াড় ভিনিসিউসকে রিয়াল তাদের ডেরায় পেলেও সিটি পাচ্ছে না রদ্রিকে। হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে তিনি।
কিউটিভি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:০৫