
ডেস্ক নিউজ : ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া সাবেক এই প্রতিমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে সংস্থাটি।
আরেক মামলায় কামাল মজুমদারের সঙ্গে তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আসামি করা হয়েছে। শাহেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের তথ্য মিলেছে। দুদকের অভিযোগে বলা হয়েছে, কামাল আহমেদ মজুমদারের স্ত্রী শাহিদা কামালের নামে কোনো আয়কর নথি ও ব্যাংক হিসাব পাওয়া যায়নি। তথাপি তার নামে-বেনামে সম্পদ থাকতে পারে। এ জন্য তার সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত হয়েছে।
ক্ষমতার পটপরিবর্তনের পরে গত বছরের আগস্টে কামাল মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরে ১৯ অক্টোবর তাকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যার ঘটনায় তার বিরুদ্ধে কাফরুল থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।
কিউটিভি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪