
স্পোর্টস ডেস্ক : রিয়ান পরাগ ভারতীয় একজন উঠতি তারকা। সর্বশেষ আইপিএলে রাজস্থান রয়েলসের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছিলেন। টুর্নামেন্ট শেষে অন্য কারণে ভারতীয় এই অলরাউন্ডারকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
সেই ঘটনার ৯ মাস পর একটি রেডিও চ্যানেলকে ব্যাখ্যা দিলেন রিয়ান। সেখানে তিনি বলেছেন, আমি আইপিএল শেষ করার পর চেন্নাইয়ে ছিলাম। আমার স্ট্রিমিং দলের সঙ্গে একটা ডিসকোর্ড কল করছিলাম। তখনই বিষয়টা সবার সামনে চলে আসে। কিন্তু ঘটনাটা ঘটেছিল আইপিএলের আগেই।
২৩ বছর বয়সী এই তারকা আরও বলেছেন, আমার ডিসকোর্ড দলের একজন আমাকে আইপিএলের আগেই ফাঁসাতে চেয়েছিল। আইপিএলে আমার মৌসুমটা খুব ভালো কেটেছিল। আমি ঘরে ফিরে স্ট্রিম করা শুরু করি। সেই সময় আমার কাছে গান চালানোর আর কোনও মাধ্যম ছিল না। সব কিছু মুছে দেওয়া হয়েছিল।
রিয়ান আরও বলেছেন, তাই বাধ্য হয়ে ইউটিউবে গান চালাতে যাই। কিন্তু আমি বুঝতে পারিনি কী হচ্ছে। যখন স্ট্রিম শেষ হল, তখন আমার মাথায় হাত। এটা কী ঘটল? সব কিছু হাতের বাইরে চলে গিয়েছিল। তবে এটা বুঝেছিলাম সবার সামনে গিয়ে ব্যাখ্যা দিয়ে লাভ নেই। কারণ, সত্যিটা কেউ বুঝবে না।
কিউটিভি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:০২