ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

‘মডার্ন ক্লাসিকো’য় বেকায়দায় রিয়াল, কঠিন চ্যালেঞ্জ সিটিরও

Ayesha Siddika | আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২৫ - ০৪:৫০:৪৫ পিএম

স্পোর্টস ডেস্ক : লড়াইটা আভিজাত্য বনাম পেট্রোলের। যদিও চ্যাম্পিয়ন্স লিগে সিটি-রিয়ালের আকর্ষণীয় দ্বৈরথ চলতি মৌসুমে একটু তাড়াতাড়িই হয়ে যাচ্ছে।  ইউরোপের শেষ্ঠত্বের লড়াইয়ের দু’দলের যাচ্ছেতাই ফর্মের কারণে আগেভাগেই দেখা হয়ে যাচ্ছে তাদের, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে-অফেই মুখোমুখি হচ্ছে গত দুই আসরের চ্যাম্পিয়নরা। ইতিহাদ স্টেডিয়ামে জবুথুবু শীতকে সঙ্গী করেই লস ব্ল্যাঙ্কোরা প্রস্তুতি সেরেছে। সিটির বিপক্ষে জিততেই হবে–শিষ্যদের একটা মন্ত্রই জপাচ্ছেন রিয়ালের ইতালিয়ান বস কার্লো আনচেলত্তি।

তবে সাসপেনশন কিংবা ইনজুরির লম্বা তালিকার চাইতেও মাদ্রিদিস্তা কোচকে ভাবাচ্ছে হলুদ কার্ড। এই লেগে জুড বেলিংহ্যাম, মদ্রিচ, চুয়ামিনি, এন্দরিকে, কামাভিঙ্গা এমনকি কোচ আনচেলত্তি নিজেও হলুদ কার্ড খেলে মিস করবেন ঘরের মাঠ বার্নাব্যুতে দ্বিতীয় লেগ। রুডিগার, ভাজকেস, আলাবা, মিলিতাওদের চোটে ডিফেন্স লাইন সামলাতে হিমশিম খাচ্ছে রিয়াল। গত কয়েক ম্যাচে সেন্টার ব্যাক পজিশনে খেলা রাউল অ্যাসেনসিওর কাঁধেই রক্ষণদূর্গ সামলানোর দায়িত্ব।
তেতে থাকা এমবাপেও আছেন ফর্মে। তবে মাঠের লড়াই ছাপিয়েও লড়াই হবে ডাগআউটের দুই কোচের কৌশলের। আনচেলত্তি বলেন, ‘অনেকেই এটাকে মর্ডান ক্ল্যাসিকো বলে, আমিও এর সঙ্গে দ্বিমত নই। তবে গার্দিওলারের বিপক্ষে জয় পাওয়া সহজ নয়। সেটা কখনোই না, কোন মাঠেই না। হ্যাঁ, আমাদের মাঠ ও মাঠের বাইরে অনেক চ্যালেঞ্জ থাকবে কিন্তু ওসব নিয়ে দল ভাবছে না।’

অন্যদিকে ম্যাচ ডের আগের দিন স্বাগতিকরা অনুশীলন করেছে ইতিহাদ ক্যাম্পাস অর্থাৎ সিটি ট্রেনিং গ্রাউন্ডে। প্রিমিয়ার লিগ ও ইউরোপে চরম দুর্দশায় পড়া সিটিজেনরা অবশ্য এ রাতে বাজির দরে ফেভারিট। সবশেষ আট ম্যাচে ৭ গোল করে ফর্মে ফিরেছেন ব্লুদের বাজির ঘোড়া আর্লিং হলান্ড।

শীতকালীন দলবদলে স্কোয়াডে ভেড়ানো নিকো গঞ্জালেসকে বাজিয়ে দেখতে পারেন সিটি বস পেপ গার্দিওলা, ‘আমরা চ্যালেঞ্জটা নিচ্ছে। গ্রুপ পর্বে সিটি যথেষ্ট ভালো অবস্থানে ছিলো না। তবে এই দলের মধ্যে বিশেষ কিছু আছে যা আমরা প্রমাণ করবো।’সান্তিয়াগো বার্নাব্যুতে ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ। এখন পর্যন্ত দু’দলের ১২ সাক্ষাতে রিয়ালের ৪ জয়ের বিপরীতে ৩ ম্যাচে সিটিজেনদের জয় আভাস দিচ্ছে আরো এক হাড্ডাহাড্ডি দ্বৈরথের।

 

 

কিউটিভি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৪৪

▎সর্বশেষ

ad