ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

রাতে মাঠে নামছে ব্রাজিল, ভোরে আর্জেন্টিনাও

Ayesha Siddika | আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২৫ - ০৯:০৯:১১ পিএম

স্পোর্টস ডেস্ক : সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ২টায় কারাকাসের এস্তাদিও অলিম্পিকো দে লা ইউনিভার্সিদাদে স্বাগতিক প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এদিকে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় ঘরের মাঠ এস্তাদিও ন্যাসিওনাল ব্রিগিদো ইরিয়ার্তেতে প্যারাগুয়েকে আতিথ্য দেবে আর্জেন্টিনা।

সেরা ছয়ের আগের দুই রাউন্ডে আর্জেন্টিনা এবং ব্রাজিল  দুই দলই জয় পেয়েছে। দুই দলের পয়েন্টই সমান হলেও গোল গড়ে এগিয়ে থাকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। টুর্নামেন্টে দারুণ ফর্মে থাকা আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৬-০ গোলে ব্রাজিলকে উড়িয়ে দিয়েছিল, যা আর্জেন্টিনার কাছে তাদের বৃহত্তম হার। তবে এর পরের ম্যাচেই কলম্বিয়ার বিপক্ষে ড্র করেছিল তারা।গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোয় বলিভিয়ার সঙ্গে জয় পেলেও ইকুয়েডরের বিপক্ষে ড্র করেছিল আলবিসেলেস্তেরা। এরপর সেরা ছয়ে প্রথম দুই ম্যাচে তারা হারিয়েছে চিলি ও উরুগুয়েকে।  

সেরা ছয়ে ফের কলম্বিয়ার মুখোমুখি ক্লদিও এচেভরিরা। এই ম্যাচে জয় পেলে আগামী অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে জায়গা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার। আগামী সেপ্টেম্বরে বসবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসর। সেখানে দক্ষিণ আমেরিকা থেকে চারটি দল সুযোগ পাবে। চলমান প্রতিযোগিতা থেকেই পয়েন্ট তালিকার সেরা চার দল এই বিশ্বকাপে জায়গা করে নেবে।

এই ম্যাচে আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার কারণ অগাস্টিন রুবার্তোর ইনজুরি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ২ গোল করা রুবার্তো লিগামেন্টের ইনজুরির কারণে এই ম্যাচ খেলতে পারছেন না।
এদিকে আর্জেন্টিনার কাছে ৬ গোল হজম করে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচগুলোয় ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। টানা দুই ম্যাচে তারা হারায় বলিভিয়া এবং ইকুয়েডরকে। তবে শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে গেলেও চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ব্রাজিল।
চূড়ান্ত পর্বে দারুণ ছন্দে আছে ব্রাজিল। টানা দুই ম্যাচে তারা হারিয়েছে উরুগুয়ে এবং কলম্বিয়াকে। তবে এই দুই ম্যাচেই তাদের দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছে। ফলে কার্ড নিয়ে সাবধানে থাকতে হবে তাদের। এই ম্যাচে প্যারাগুয়েকে হারাতে পারলে ব্রাজিলও আসন্ন বিশ্বকাপে জায়গা করে নেয়ার পথে আরও একধাপ এগিয়ে যাবে।

ব্রাজিলের জন্য চিন্তার বিষয় স্ট্রাইকারদের গোলখরা। চূড়ান্ত পর্বের দুই ম্যাচেই ন্যুনতম গোলের ব্যবধানে জয় পেয়েছে তারা। টুর্নামেন্টে তাদের দুই তারকা ডেভিড ওয়াশিংটন এবং ইয়াগ তিওদেরো মাত্র ২টি করে গোল করেছেন। তবে দারুণ ছন্দে আছেন পেদ্রো। জেনিত সেন্ট পিটার্সবার্গে খেলা এই ফরোয়ার্ড ১টি গোল করলেও ৪টি গোলে সহায়তা করেছেন। 

 

 

কিউটিভি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad