ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বিপিএল ‘আদর্শ প্রস্তুতি নয়’, মানছেন বাংলাদেশ কোচ

Ayesha Siddika | আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২৫ - ০৭:১৬:০৪ পিএম

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রায় এক মাসেরও বেশি সময় জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। এদিকে জাতীয় দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট। তাই বিপিএলকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ‘আদর্শ প্রস্তুতি’ মনে করছেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ ফিল সিমন্স।

সোমবার (১০ ফেব্রুয়ারি) মিরপুরে জাতীয় দলের অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই কোচ। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি স্বীকার করছি, এটা আদর্শ প্রস্তুতি নয়। তবে তারা সাদা বলের ক্রিকেট খেলেই এসেছে, স্কিল নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের এখন মানসিকভাবে ওয়ানডে ভাবনায় আসতে হবে। পরবর্তী ছয়-সাত দিনে আমাদের মনোযোগ থাকবে ৫০ ওভার খেলার জন্য মানসিকতা তৈরি করা। আমরা সকাল-বিকাল দুই দফা অনুশীলন করছি—ব্যাটিং-বোলিং দুইবার করে করছি, যাতে গেম সেন্স দ্রুত ফিরে আসে।’

‘আমাদের প্রস্তুতির প্রথম ধাপ দুবাইয়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। একবার সেটাতে অভ্যস্ত হয়ে গেলে, পরের ধাপে পাকিস্তানের কন্ডিশনেও সহজেই মানিয়ে নেওয়া যাবে’-যোগ করেন সিমন্স। এদিকে বিপিএলে নিজেকে প্রমাণের খুব একটা সুযোগ পাননি জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফর্মহীনতা তো আগে থেকেই ছিল, তার সঙ্গে চোট থেকে ফিরে আসার পর তেমন একটা ম্যাচ প্রস্তুতি ছাড়াই এখন তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির মত আসরে খেলতে হবে।

তবে কঠোর পরিশ্রম দিয়ে সব প্রতিকূলতা জয় করবেন শান্ত, এমনটাই প্রত্যাশা কোচের, ‘সে যখন খেলছিল না, তখনও কঠোর পরিশ্রম করেছে। আমাদের সবারই শক্তিশালী মানসিকতা দরকার, শান্ত সেটা রাখে বলেই আমি তার থেকে ভালো কিছু আশা করছি।’প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

 

 

কিউটিভি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৪

▎সর্বশেষ

ad