
বিনোদন ডেস্ক : চলছে ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগণনা। রাজ্যের বর্তমান শাসকদল আম আদমি পার্টির হ্যাটট্রিক নাকি ২৭ বছর পর দিল্লি দখল করবে বিজেপি, তার দিকে তাকিয়ে গোটা ভারত। জল্পনার মাঝেই চলছে ভোটগণনা। তবে এখন পর্যন্ত যা ভোটের ফল, বুথ ফেরত জরিপে যা ইঙ্গিত ছিল তাই ঘটতে যাচ্ছে।
অন্যদিকে যথারীতি এবারও শূন্যহাতে লড়াই শেষ করার দিকে এগোচ্ছে কংগ্রেস। আর এমন পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বলছেন, ‘আমি জানি না। আমি এখনও ফলাফল দেখিনি’।
কংগ্রেস, যা ২০১৩ সাল পর্যন্ত শীলা দীক্ষিতের অধীনে তিনটি মেয়াদে রাজধানী শাসন করে, এবার তারা ঘুরে দাঁড়ানোর আশা করেছিল। তবে এবারও তারা ভোটারদের মন জয় করতে পারেসি। সর্বশেষ ২০১৫ এবং ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে দলটি কোনো আসন জিততে পারেনি।
কিউটিভি/আয়শা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫৫