
স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জেতা খেলোয়াড়দের একজন মার্সেলো। তারই স্বদেশি রবার্তো কার্লোসের উত্তরসূরি হিসেবে রিয়ালের অফহোয়াইট জার্সি গায়ে চড়িয়েছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বাঁ প্রান্তে দারুণ জুটি গড়েছিলেন মার্সেলো। ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে তার নাম ইতিহাসে লেখা থাকবে।

স্বদেশের ক্লাব ফ্লুমিনেন্সেও শিরোপাময় সময় কাটিয়েছেন তিনি। ২০২২ সালে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর স্পেন ছেড়ে কিছুদিন গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে খেলেন। এরপর স্বদেশে ফিরে যান তিনি। সেখানে ২০২৩ সালে ফ্লুমিনেন্সের হয়ে জেতেন কোপা লিবের্তাদোরেসের শিরোপা।
২০২৪ সালের নভেম্বরে গ্রেমিওর বিপক্ষে ম্যাচের সময় ফ্লুমিনেন্সের কোচ মানো মেনেজেসের সঙ্গে তর্কের পর ক্লাব ছাড়েন তিনি। তারপর থেকেই ক্লাবহীন ছিলেন তিনি।
ব্রাজিলের জার্সিতে ৫৮ ম্যাচ খেলে ৬ গোল করেছেন মার্সেলো। জাতীয় দলের হয়ে কখনো কোনো বড় শিরোপা ছুঁয়ে দেখতে পারেননি তিনি, যদিও ঘরের মাটিতে ২০১৩ সালে কনফেডারেশন কাপজয়ী দলের অংশ ছিলেন তিনি। এছাড়া ২০১২ ও ২০০৮ এর অলিম্পিকে ব্রাজিলের হয়ে যথাক্রমে রুপা ও ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।
কিউটিভি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:০০