
আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইউক্রেনের সেনাবাহিনী ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় রাশিয়ার সেনারা। এদিন, রুশ অধিকৃত খারকিভের একটি অঞ্চল দখলে নেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া কুরস্ক অঞ্চলে ইউক্রেন আড়াইশ’র বেশি সেনা হারিয়েছে বলেও দাবি করা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। একইদিন, কুরস্ক অঞ্চলেই রাশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করে ইউক্রেনের সেনারা।
এদিকে, গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশে অর্থ সহায়তা দেয়া স্থগিত রাখতে নির্বাহী আদেশে সই করেন। এ কারণে আগামী ৯০ দিন বিশ্বের সব দেশে স্থগিত থাকবে মার্কিন সহায়তা। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর ইউক্রেনে মার্কিন অর্থায়নের প্রকল্পগুলোর বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে নিজ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।