পশ্চিমারা হাত গুটিয়ে নিলে ইউক্রেনের অস্তিত্ব থাকবে না: পুতিন

Ayesha Siddika | আপডেট: ২৯ জানুয়ারী ২০২৫ - ০৬:১৭:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইউক্রেনের সেনাবাহিনী ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় রাশিয়ার সেনারা। এদিন, রুশ অধিকৃত খারকিভের একটি অঞ্চল দখলে নেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া কুরস্ক অঞ্চলে ইউক্রেন আড়াইশ’র বেশি সেনা হারিয়েছে বলেও দাবি করা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। একইদিন, কুরস্ক অঞ্চলেই রাশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করে ইউক্রেনের সেনারা।

এর মধ্যেই, পশ্চিমারা যদি কিয়েভকে অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধ করে দেয়, তাহলে দুই মাসের মধ্যেই ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। যুদ্ধ বন্ধে জেলেনস্কির সঙ্গে আলোচনার বিষয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আলোচনা সম্ভব হলেও, জেলেনস্কির সঙ্গে সম্ভব নয়। কারণ তিনি একজন অবৈধ শাসক।

এদিকে, গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশে অর্থ সহায়তা দেয়া স্থগিত রাখতে নির্বাহী আদেশে সই করেন। এ কারণে আগামী ৯০ দিন বিশ্বের সব দেশে স্থগিত থাকবে মার্কিন সহায়তা। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর ইউক্রেনে মার্কিন অর্থায়নের প্রকল্পগুলোর বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে নিজ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, আমি সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি, ইউক্রেনে মার্কিন অর্থায়নে যেসব প্রকল্প স্থগিত রয়েছে সেগুলোর একটি প্রতিবেদন জমা দিতে। আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে আলোচনা করব। বিশ্লেষকদের মতে, দুই পক্ষের অনড় অবস্থান এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে ধারাবাহিকভাবে অর্থ ও সামরিক সহায়তা দেয়ায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামছে না।

কিউটিভি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:১৪
▎সর্বশেষ

ad