
স্পোর্টস ডেস্ক : বিপিএলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে দারুণ পারফর্ম করলেন রাজশাহীর বোলাররা। বিশেষ করে স্পিনার মেহেরবের ঘূর্ণিজাদু এবং পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর আগুনে বোলিংয়ে দাঁড়াতেই পারেননি সিলেটের ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের সংগ্রহ ৯ উইকেটে ১১৭ রান।
চতুর্থ উইকেটে জাকির হাসান ও জাকের আলী মিলে ৩৯ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ১২তম ওভারে জাকের আলীকে (১৭) সাব্বির হোসেনের ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন মেহেরব। এরপর জাকির হাসানকেও (২৪) সাজঘরের পথ চেনান এই স্পিনার।
নবম উইকেটে পাকিস্তানের আহসান ভাট্টি ও সুমন খানের ৩৬ রানের জুটিতে একশ ছাড়ায় সিলেটের সংগ্রহ। এর মধ্যে ইনিংসের শেষ ওভারে মৃত্যুঞ্জয়ের বলে ফেরার আগে দুই ছক্কায় ২৫ রান করেন আহসান। আর ২ চার ও ১ ছক্কায় ১১ বলে ২০ রান করে অপরাজিত থাকেন সুমন খান। রাজশাহীর পক্ষে মাত্র ১৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন মেহেরব, ৩ উইকেট যায় মৃত্যুঞ্জয়ের ঝুলিতে।
কিউটিভি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৫,/রাত ৯:০০