
স্পোর্টস ডেস্ক : পারিশ্রমিক বকেয়া রাখায় গতকাল দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা ম্যাচ বয়কট করেছিল। ফলে ম্যাচ মাঠে গড়ানো নিয়েই শঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত বাইলজ ভেঙেই বিসিবি রাজশাহীকে মাঠে নামার অনুমতি দেয়। আর এমন ভাঙাচুরা দল নিয়েই কিনা আসরের সবচেয়ে ইনফর্ম দল রংপুর রাইডার্সকে হারিয়ে দেয় তাসকিন আহমেদের দল।
আজ সোমবার (২৭ জানুয়ারি) বিপিএলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সিলেটের মুখোমুখি রাজশাহী। এই ম্যাচে টস জিতে আগে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ। গত ম্যাচে না থাকলেও এই ম্যাচে রাজশাহীর একাদশে আছেন দুই বিদেশি।
সিলেটের বিপক্ষে রাজশাহীর একাদশে আছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। তার সঙ্গী অপর বিদেশি খেলোয়াড় হলেন আফতাব আলম। আজ সিলেট স্ট্রাইকার্সকে হারাতে পারলে প্লে-অফে জায়গা করে নেয়ার পথে আরও এগিয়ে যাবে রাজশাহী। হারলেও অবশ্য টিমটিম করে সম্ভাবনার বাতি জ্বলবে তাদের। অন্যদিকে মাত্র ২টি ম্যাচ জেতা সিলেট আছে পয়েন্ট তালিকার তলানিতে। এরই মধ্যে একমাত্র দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে তারা।
দুর্বার রাজশাহীর একাদশ: জিশান আলম, এনামুল হক বিজয়, সাব্বির হোসেন, ইয়াসির আলি, রায়ান বার্ল, আকবর আলী (উইকেটকিপার), তাসকিন আহমেদ (অধিনায়ক), সানজামুল ইসলাম, আফতাব আলম, মৃত্যুঞ্জয় চৌধুরী, এসএম মেহরাব।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: সামিউল্লাহ শিনওয়ারি, জাকির হাসান (উইকেটকিপার), জাকের আলী, কাদিম আলেইনে, সাজ্জাদুল হক, আরিফুল হক (অধিনায়ক), রুয়েল মিয়া, সুমন খান, আহসান ভাট্টি, তানজিম হাসান সাকিব, জন-রাস গাজ্ঞেসার।
কিউটিভি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৩৩