ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

প্রথম আফগান হিসেবে আইসিসির বর্ষসেরা ওমরজাই

Ayesha Siddika | আপডেট: ২৭ জানুয়ারী ২০২৫ - ০৫:০৯:৪৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে ২০২৪ সালে আলো ছড়িয়েছিলেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। বল হাতেও তিনি ছিলেন দুর্দান্ত। এরই স্বীকৃতি পেলেন এবার। জিতলেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার। আফগান কোনো ক্রিকেটার হিসেবে এই পুরস্কারে তিনিই প্রথম।

আজ ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটার হিসেবে ওমরজাইয়ের নাম ঘোষণা করেছে আইসিসি। গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে নির্বাচিত হওয়ার পর সেটি প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, কুশল মেন্ডিস ও ওয়েস্ট ইন্ডিজের শেরফেইন রাদারফোর্ডকে।

২০২৪ সালে পাঁচ ওয়ানডে সিরিজের মধ্যে চারটিতেই জয় পেয়েছে আফগানিস্তান। যেখানে সবচেয়ে বড় অবদান ছিল এই ওমরজাইয়ের। ১৪ ওয়ানডের ১২ ইনিংসেট ব্যাট করা এই অলরাউন্ডার ৫২.১২ গড় ও ১০৫.৫৬ স্ট্রাইক রেটে করেন ৪১৭ রান। তিন ফিফটির পাশাপাশি হাঁকান একটি সেঞ্চুরিও।  

এছাড়া বল হাতেও দুর্দান্ত ছিলেন ওমরজাই। ১৩ ইনিংসে বল করা এই পেসার গত বছর ওভারপ্রতি ৪.৯০ রান দিয়ে ওমারজাই উইকেট নেন মোট ১৭টি। পরপর দুই ম্যাচে নেন ৪টি করে উইকেট। দারুণ এই পারফরম্যান্সেই জিতে নিয়েছেন বর্ষসেরার পুরস্কার।  

 

 

কিউটিভি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad