ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

শেষের ঝড়ে বড় সংগ্রহ খুলনার

Ayesha Siddika | আপডেট: ২৭ জানুয়ারী ২০২৫ - ০৪:১৯:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : কঠিন এক সমীকরণের সামনে খুলনা টাইগার্স। বিপিএলে বাকি তিন ম্যাচের অন্তত দুটিতে জিততে হবে। কঠিন সেই সমীকরণ সহজ করার মিশনে ফরচুন বরিশালকে বড় লক্ষ্যই ছুড়েছে দলটি। জিততে হলে তামিম ইকবালদের ব্যাট চালাতে হবে ৯.৩৫ রানরেটে। শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ দারুণ ‍শুরু পায় খুলনা। ওপেনিংয়ে মিরাজ-নাঈমের তাণ্ডবের পর ধীমেতালে এগোয় মিডল অর্ডার। তবে শেষদিকে মাহিদু ইসলাম অঙ্কনের ছোট ঝড়ে ১৮৭ রানের সংগ্রহ পায় খুলনা।

টস হেরে সোমবার ওপেনিংয়ে আসেন মিরাজ। নাঈমের সঙ্গে গড়েন ৪৭ রানের জুটি। তবে চোট কাটিয়ে ফেরা এবাদত হোসেনের বলে বোল্ড হওয়ার পরই মিরাজ পড়েন চোটে। স্ট্রেচারে চড়ে পরে মাঠ ছাড়তে হয় মিরাজকে। ফেরার আগে ১৮ বলে অধিনায়ক করেন ২৯ রান। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম খেলেন ৫১ রানের ইনিংস। ৫ চার ও তিন ছ্ক্কার ইনিংসটিতে বল খরচ হয়েছে মোটে ২৭টি। চারে নামা আফিফ হোসেন রানের গতি কমিয়ে দেন। ফাহিম আশরাফের শিকার হওয়ার আগে ২৭ বলে আনেন ৩২ রান।

বাকি সময়ে ছোটখাটো তাণ্ডব চালায় বরিশাল। উইলিয়াম বসিস্টোর ১৬ বলে ২০ রান ও মাহিদুল ইসলামের ১২ বলে ২৭ রানের ইনিংসে দুইশ রানের কাছাকাছি যায় খুলনা। বরিশালের বোলারদের বাজে দিনে মোহাম্মদ নবী ছিলেন মিতব্যয়ী। খুলনার ৫ উইকেট হারানোর দিনে ২২ রানে নেন একটি উইকেট। দুটি উইকেট নিয়েছেন ফাহিম। একটি করে উইকেট নিয়েছেন জেমস মুলার ও এবাদত হোসেন।

 

 

কিউটিভি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad