
স্পোর্টস ডেস্ক : রেকর্ডবুকটা হলো মৌসুমের শুরু থেকে বার্সেলোনাকে দিয়ে কম ম্যাচে একশ গোল করানোর। এই তালিকায় যৌথভাবে দুইয়ে উঠে এসেছেন হ্যান্সি ফ্লিক। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত ৩২ ম্যাচে ১০৩ গোল করেছে তার অধীনস্থ দল।
বার্সেলোনার ৩২ ম্যাচে একশটি করে গোল আছে ১৯৪২-৪৩, ১৯৫৮-৫৯ ও ২০১১-১২ মৌসুমে। ৩১ ম্যাচে ১০০ গোল নিয়ে এই তালিকার শীর্ষে হেলেনিও হেরেরার বার্সা। হ্যান্সি ফ্লিকের বার্সা রেকর্ডবুকে জায়গা পেয়েছে রোববার (২৬ জানুয়ারি) রাতে, লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এই ম্যাচে ৭ গোল দিয়েছে তারা, বিনিময়ে হজম করেছে মাত্র একটি। এর মাধ্যমে লিগে ২১ ম্যাচে তারা পেল ৫০ গোল। আর হজম করেছে ২০টি।
এক দলের বিপক্ষে ৭ গোল প্রতিদিন দেখা যায় না, দুই দলের গোল মিলিয়েও তো ৭টি কদাচিৎই হয়। এমন এক দিনেই ৩২ ম্যাচে ১০০ গোলের মাইলফলকে পৌঁছা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে দিনটা তাই বার্সেলোনার জন্য বিশেষই। কিন্তু গোলসংখ্যা নিয়ে কোনো অনুভূতি নেই কোচের। ম্যাচ শেষে ফ্লিককে জিজ্ঞেস করা হয়েছিল, তার কাছে এর (১০০ গোল করে রেকর্ডবুকে ঢোকা) মানে কী! জার্মান কোচ বলেন, ‘কিছুই না।
সমর্থকদের জন্য ব্যাপারটা দারুণ। কিন্তু আমাদের মনযোগ কেবল শিরোপার দিকে।’দুই মাস আগেও শিরোপার দৌড়ে অগ্রভাগে থাকা বার্সেলোনা ৫৪ দিন ধরে জয়হীন থাকায় কিছুটা পিছিয়ে পড়েছে। ২১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪২, টেবিলে স্থান তিনে। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদ ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে, অ্যাতলেটিকো মাদ্রিদ ৪৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
কিউটিভি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৫