ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ইউনাইটেডের হারের রাতে সিটির গোলোৎসব

Anima Rakhi | আপডেট: ২০ জানুয়ারী ২০২৫ - ১১:০০:২৫ এএম

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুম ভালো কাটছে না ম্যানচেস্টার সিটির। লীগে তাদের অবস্থানও ভালো নয়। পয়েন্ট টেবিলে চারে অবস্থান ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। টেবিলের শীর্ষে থাকা লিভারপেুলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১২। তবে, বাজে সময় পার করে আবারও ঘুরে দাঁড়িয়েছে গার্দিওয়ালার শিষ্যরা। রোববার রাতে লীগের ম্যাচে ইপসউইচ টাউনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা।

খেলার প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। এছাড়া দলের হয়ে সর্বোচ্চ দুটি গোল করেছেন ফিল ফোডেন। দুটি গোলই তিনি করেছেন প্রথমার্ধে। একটি গোল করেছেন মাতেও কোভাচিচ। এরপর দ্বিতীয়ার্ধে জেরেমি ডোকু, আর্লিং হল্যান্ড ও জেমস ম্যাকাটি জালের দেখা পেয়েছেন। আর তাতেই ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।

এই জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। ২২ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় এক ধাপ নিচে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড।

অন্যদিকে, একই রাতে নগরের আরেক দল ম্যানচেস্টার ইউনাইটেড ৩-১ গোলে হেরেছে ব্রাইটনের কাছে। এই হারের পর
রেড ডেভিলদের কোচ রুবেন আমোরিমের অসহায় স্বীকারোক্তি, ‘‘এটাই হয়তো ম্যানইউ ইতিহাসের সবচেয়ে বাজে দল।’’

নিজেদের মাঠে সবশেষ ৫ প্রিমিয়ার লিগ ম্যাচের চারটি হারার পর এমন হতাশাই জানালেন নতুন আসা এই কোচ। ২২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ম্যানইউ নেমে গেছে ১৩ নম্বরে। এক নম্বরে থাকা লিভারপুলের চেয়ে তারা পিছিয়ে ২৪ পয়েন্টে!

অপর ম্যাচে উড়তে থাকা নটিংহাম ফরেস্ট ৩-২ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে নটিংহাম আছে তিন নম্বরে।

কিউটিভি/অনিমা/২০ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:০০

▎সর্বশেষ

ad