ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বিশ্বকাপ আয়োজন: ৩০ লাখ কুকুরকে হত্যার পরিকল্পনা মরক্কোর

Anima Rakhi | আপডেট: ১৮ জানুয়ারী ২০২৫ - ০৭:৪৯:৪৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো। বিশ্বকাপ উপলক্ষ্যে যেসব পর্যটক আসবেন তাদের সুবিধার্ধে ৩০ লাখ কুকুরকে হত্যার পরিকল্পনা করছে দেশটি। মরক্কোর এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে প্রাণী অধিকার সংস্থাগুলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, মরক্কো পথকুকুর নিধনে অমানবিক পন্থা অবলম্বন করছে। যারমধ্যে আছে বিষাক্ত স্ট্রক্লাইন প্রয়োগ, জনসম্মুখে কুকুরকে গুলি করা এবং শাবল দিয়ে পিটিয়ে হত্যা করা।

আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা জোট মরক্কোর এই কার্যক্রমের ব্যাপারে সবাইকে সতর্ক করেছে। তারা বলেছে, বিশ্বকাপের জন্য ৩০ লাখের বেশি কুকুরকে হত্যা করা হতে পারে। প্রাণী অধিকারকর্মী জেন গোডঅল এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে ফিফার প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। তিনি বলেছেন, যদি মরক্কো এমন অমানবিকভাবে কুকুর নিধন অব্যাহত রাখে তাহলে তাদের যেন আয়োজকের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

মরক্কোতে পথকুকুর নিধনে নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে এখন নির্বিকার ভূমিকা পালন করছে।

ফিফা এ নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও; বিষয়টির ওপর নজর রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। এছাড়া বিশ্বকাপের জন্য যেসব ভেন্যু নির্বাচন করা হবে সেগুলোতেও তারা নজর রাখছে।

আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে, পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে যে আন্তর্জাতিক মানদণ্ড আছে সেটি অনুসরণ করে বিষয়টি সম্পন্ন করতে হবে মরক্কোকে।

সূত্র: ডেইলি মেইল

কিউটিভি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৯

▎সর্বশেষ

ad