যুদ্ধবিরতির ঘোষণার পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১৩

Anima Rakhi | আপডেট: ১৭ জানুয়ারী ২০২৫ - ০৮:২৬:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পরও গাজায় এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ১১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে ২৮ জন শিশু এবং ৩১ জন নারী রয়েছেন। এই তথ্য জানিয়েছে গাজার প্রতিরক্ষা বিভাগ।

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এই হামলায় আরও ২৬৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

উদ্ধার সংস্থা জানিয়েছে, গাজা সিটিতেই ৮৭টি হত্যাকাণ্ড ঘটেছে। যার মধ্যে ১৪ জন, ১০ জন এবং খান ইউনিস, মধ্য গাজা এবং রাফায় যথাক্রমে আরও দুইজন নিহত হয়েছেন।

ইসরায়েলের দখলাদারির প্রতিবাদে ২০২৩ সালের ৭ অক্টোবর দেশটিতে নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে ১ হাজার ২০০ জনের মতো নিহত হন বলে দাবি করে ইসরায়েল। সেই সঙ্গে ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাসের যোদ্ধারা।

এ ঘটনার প্রতিশোধ নিতে ওই দিন থেকে গাজায় তাণ্ডব শুরু করেছে ইসরায়েল, যা এখনো চলছে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের বেশির ভাগই নারী ও শিশু। আর আহত ব্যক্তিদের সংখ্যা অগণিত। এ ছাড়া হামলায় গাজার ২৩ লাখ বাসিন্দার ১৯ লাখই বাস্তুচ্যুত হয়েছেন, যা এ উপত্যকার মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ।

কিউটিভি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৫,/রাত ৮:২৬

▎সর্বশেষ

ad