ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

চুক্তি নবায়ন করেছেন কাবরেরা-বাটলার

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৫ - ০৮:৪৭:৩৭ পিএম

স্পোর্টস ডেস্ক : গত বছর ডিসেম্বরের ৩১ তারিখ চুক্তি শেষ হয়েছে বাংলাদেশ নারী এবং পুরুষ ফুটবল দলের দুই কোচের। তাদের দু’জনের সঙ্গেই চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পুরুষ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে। এছাড়া সাফ জয়ী কোচ পিটার বাটলারের সঙ্গে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে। আজ এই বিষয়ে নিশ্চিত করেছে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নানা গুঞ্জনের শুরু হয়। কাবরেরার থাকা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। নতুন কোচের প্রোফাইল বাফুফে যাচাই-বাছাই করে দেখছে, এমন খবরও চাউর হয়। অবশেষে ঝুলে থাকা ইস্যুর সমাধান করল দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে। আজ আমিরুল ইসলাম বাবু বলেন, ‌‌‘হাভিয়ের কাবরেরা এবং সাফ জয়ী নারী দলের কোচ পিটার বাটলার দুই জনের সঙ্গেই বাফুফে চুক্তি নবায়ন করা হয়েছে।  হাভিয়ের কাবরেরার সঙ্গে ২০২৬ সালের এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে। এছাড়া সাফ জয়ী কোচ পিটার বাটলারের সঙ্গে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে। ’

বর্তমানে ছুটিতে আছেন দুই কোচ।  সামনে ফুটবলের ব্যস্ত সূচি অপেক্ষা করছে। দ্রুতই তারা দেশে ফিরবেন এমনটাই জানিয়েছেন বাবু। এছাড়া নারী দলের ক্যাম্প ইতোমধ্যেই শুরু হয়েছে। সরকারি কোচরা ক্যাম্পের ফুটবলারদের ট্রেনিং করাচ্ছেন। কোচ পিটার বাটলারের সঙ্গে সমন্বয় করেই ট্রেনিং পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বাবু বলেন, ‘মেয়েদের ক্যাম্প শুরু হয়েছে। আমাদের সহকারী কোচেরা তাদের ট্রেনিং করাচ্ছেন। কোচ পিাটার বাটলারের সঙ্গে আলোচনা করেই তারা কোচিং করাচ্ছেন। কোচের দিক নির্দেশনা অনুযায়ি তারা কাজ করছেন। ’

 

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৪৫

▎সর্বশেষ

ad