ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

‘এই সরকারের অধীনে ভালো নির্বাচন না হলে আর কখনো হবে না’

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৫ - ০৭:৪২:২৮ পিএম

ডেস্ক নিউজ : বর্তমান সরকারের অধীনে যদি ভালো নির্বাচন না হয়, তাহলে আর কখনো হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিষয়ক কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ। তিনি বলেন, ভোট যদি কেনাবেচা হয়, তাহলে গণতন্ত্রের দরকার কী। টাকা নিয়ে যদি ভোট দিয়ে দিই তাহলে গণতন্ত্রের দরকার কী, কেন ভোট চাই। ভোট বেচাকেনা বন্ধ করতে না পারলে গণতন্ত্র সফল হবে না। এই কেনাবেচার শঙ্কা থাকলে দেশে গণতন্ত্র হবে না। ছাত্রদের আন্দোলনের কারণে এত প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেল; এটাও সম্ভব হয়েছে এই দেশে। তাই আশাবাদী হতে হবে। সংস্কারও করতে হবে। সবাই মিলে আমাদের ভোট ও গণতন্ত্র পাহারা দিতে হবে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিশনের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল ছাড়াও কমিশন সদস্য জিও এনজিও, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা কর্মশালায় অংশ নেন। ড. তোফায়েল বলেন, এই জাতির আর ক্ষতির কী বাকি আছে। বিচারালয় থেকে ইউপি মেম্বার। সবখানেই ক্ষতি হয়েছে। আমাদের জাতি হিসেবে নষ্ট করেছে আওয়ামী লীগ; কিন্তু আমাদের ফিরতে হবে।

সেই কারণে আমাদের আশাবাদী হতে হবে। সচেতন হতে হবে। আমাদের পাহারা দিতে হবে। পাহারা শুধু ছাত্ররা দিলেই হবে না। তাদের মা-বাবাদেরও পাহারা দিতে হবে। আন্দোলনেও গিয়েছিলেন ছাত্রদের বাবা-মা’রা। গণতন্ত্র পাহারা না দিলে গণতন্ত্র থাকে না। তিনি বলেন, স্থানীয় সরকারের সংস্কারের মধ্যে দুই ধরনের মতামত আছে। এক ধরনের মত হচ্ছে যা আছে তাই। ডাইরেক্ট নির্বাচন হবে। আরেকটা হচ্ছে পার্লামেন্ট সিস্টেমে যাবো কিনা। সেটা আমরা সব কিছু বিবেচনা করেই প্রতিবেদন দেব।

 

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad