ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

নাহিদকে চেয়েছিল আরও এক পাকিস্তানি দল

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৫ - ০৭:১১:১৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় কাটছে নাহিদ রানার। রংপুর রাইডার্সের হয়ে দেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগটি মাতাচ্ছেন তরুণ তুর্কি। এরপর সামনে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর পাকিস্তান সুপার লিগও অপেক্ষা করছে তার জন্য। পিএসএলে এবারের ড্রাফট থেকে নাহিদ রানা গিয়েছেন বাবর আজমের দল পেশোয়ার জালমিতে। ৫০ হাজার ডলার মূল্যে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে শুধু তারাই নয়, পিএসএলে আরও একটা দল তাকে পেতে চেয়েছিল, নিজেই জানিয়েছেন নাহিদ। 

রংপুর রাইডার্সের হয়ে এবার খেলতে এসেছেন পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদ। তিনি নাহিদকে দলে টেনে নিতে আগ্রহ দেখিয়েছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাহিদ নিজেই বলেছেন এ কথা। তিনি বলেন, ‘তার (ইফতিখার) সঙ্গে পিএসএল ড্রাফটের আগেই কথা হয়েছিল। তিনি বলছিলেন, আমাদের দলে তোমাকে নেয়ার কথা চলছে।’ এরপর বাবর আজমের দল পেশোয়ার টেনে নিয়েছে নাহিদকে। মুলতান সুলতানস আর ডাকতেই পারেনি তাকে। নাহিদ জানালেন, যা হয়েছে তাও মন্দ নয়। তিনি বলেন, ‘তারপরে তো যতটুকু জানি, আমি বাবর আজম ভাইয়ের দলে আছি। আর ইফতিখার ভাই সম্ভবত অন্য দলে আছে। তবে তিনি বলেছিলেন তাদের দলে নেবেন। তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ্‌।’

জাতীয় দলে অভিষেক গেল বছর। দারুণ একটা বছর কাটানোর সুবাদে অভিষেকের পর দ্বিতীয় বছরেই ডাক পড়ে গেছে ফ্র্যাঞ্চাইজি লিগে। নাহিদ একে দেখছেন ‘জীবন বদলে দেওয়ার’ মতো এক মঞ্চ হিসেবে। তার কথা, ‘অবশ্যই একটা সুযোগ যে কোনো ক্রিকেটারের জন্য অনেক বড় কিছু। একটা ছোট সুযোগ একজন ক্রিকেটারের জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। তো আমি এই জিনিসটা বড় হিসেবে দেখছি কারণ আমার জীবনে প্রথম দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি।’

এবারের পিএসএল আর সব বারের চেয়ে খানিকটা আলাদা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এবারের আসরটাকে সরিয়ে নেওয়া হয়েছে এপ্রিলের দিকে, যখন আবার আইপিএল মাঠে গড়ায়। এই আসর দিয়েই ফ্র্যাঞ্চাইজি অভিষেক হতে যাচ্ছে নাহিদের।

 

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০৫

▎সর্বশেষ

ad