ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

সাইফের ওপর হামলার সময় পার্টিতে মেতেছিলেন কারিনা!

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৫ - ০৪:৩৪:৩৮ পিএম

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ে নিজের বাসায় যখন সাইফ আলি খান হামলার শিকার হন, তখন ডিনার পার্টিতে মেতেছিলেন তার স্ত্রী ও অভিনেত্রী কারিনা খান কাপুর। গতকাল রাতে সাইফের সঙ্গে দুর্ঘটনা ঘটার আগেই তিনি তার ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি দেন। ওখানেই জানান, গার্লস ডিনার সারছেন কারিনা।

বুধবার সাইফের ওপর হামলা হওয়ার আগেই বাসা থেকে বেরিয়ে যান কারিনা। বলিউড অভিনেত্রীর ডিনার পার্টিতে যোগ দিয়েছিলেন তার বোন কারিশমা কাপুর, তার দুই ঘনিষ্ঠ বন্ধু রেহা কাপুর ও সোনাম। শেয়ার করা স্টোরিতে কারিনা লিখেন, ‘গার্লস নাইট ইন।’বাসায় থাকা সাইফের ওপর তখন হামলা চালায় দুষ্কৃতকারীরা। তাদের উপর্যুপরি ছুরিকাঘাতে মারাত্মক জখম হয়ে বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন অভিনেতা।

কারিনা কাপুরের টিমের পক্ষ থেকে শুরুতে বিবৃতিতে জানানো হয়, অভিনেত্রী ও তার দুই সন্তান সুরক্ষিত রয়েছেন। এই হামলায় তাদের কোনো ক্ষতি হয়নি। পরে কারিনার সহযোগী দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘কারিনা ও সাইফের বাড়িতে চুরির চেষ্টা চালানো হয় গতকাল রাতে।

বাহুতে চোট লাগার কারণে সাইফ হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার হচ্ছে। পরিবারের বাকি সবাই নিরাপদ। সংবাদমাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। দয়া করে কোনো জল্পনা বাড়াবেন না। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।’এদিকে ঘটনার পর মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার ঝড় চলছে। প্রশ্ন উঠছে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে।

 

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩৩

▎সর্বশেষ

ad