
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নির্মিত কাঁটাতারের বেড়ায় এবার বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। এছাড়া সন্ধ্যার পর ওই সীমান্তে বিএসএফ উচ্চআলো লাইট ব্যবহারে করে মনিটরিং করায় আতংক বাড়ছে দহগ্রামবাসীর।
মঙ্গলবার (১৫ জানুয়ারী) বিকেলে দহগ্রাম সীমান্তের মুন্সিপাড়া এলাকার শূন্য রেখা লাগোয়া বিএসএফ তাদের কাঁটাতারের বেড়ায় মদের বেতল ঝুলিয়ে রাখে। এরআগে গত শুক্রবার একই এলাকার শূন্য রেখা লাগোয়া বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ কাজে বিজিবি প্রতিবাদ করলে বিএসএফ বেড়া বন্ধ করে দেয়।
জানা যায়, লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের মুন্সিপাড়া এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্য রেখায় নির্মিত দেড় কিলোমিটার কাঁটাতারের বেড়ায় এবার বোতল জোলানোর কাজ শুরু করেছে বিএসএফ। এছাড়া রাতে উচ্চমানের আলো ছড়ানো লাইট দিয়ে নজরদারি অবয়াহত রাখায় নতুন করে আতংক ছড়িয়ে পড়েছে দহগ্রাম সীমান্তে। বিজিবি জানিয়েছে গত শুক্রবার ২০১০ সালের একটি চুক্তির তথ্য উপস্থাপন করে শূন্য রেখা লাগোয়া কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে ভারতীয় বিএসএফ।
খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে বিএসএফ। ওইদিন বিজিবি-বিএসএফ বৈঠকেও প্রতিবাদ জানায় বিজিবি। এতে পরবর্তীতে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত শূন্য রেখায় তারকাঁটা নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও তাদের নির্মিত কাঁটাতারের বেড়া সড়িয়ে নেয়নি বিএসএফ। এছাড়া হঠাৎই আজ(বুধবার) বিকেলে নির্মিত কাঁটাতারের বেড়ায় বোতল ঝোলানো শুরু করে বিএসএফ। ঘটনাটি শোনার পর পরেই বিজিবি ঘটনাস্থলে গেলে সড়ে যায় বিএসএফ। স্থানীয়রা বলছেন দ্রুতই এর সমাধান না হলে আতংক কাটছে না তাদের।
শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণে কৃষিকাজেও প্রভাব পড়েছে ওই সীমান্তে। এতে স্বাধীনতার বিষয়েও প্রশ্ন তুলছেন সীমান্তের বাসিন্দারা। দহগ্রাম সীমান্তের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ ও নির্মিত কাঁটাতারের বেড়ায বোতল ঝোলানোয় আতংকিত তারা। দ্রুতই আইন অনুযায়ী দু-দেশের আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান হোক এমন প্রত্যাশা সীমান্তবাসীর।
এ বিষয়ে ৫১ বিজিবির সহকারী পরিচালক আমির খসরু জানান, বিজিবি-বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বন্ধ থাকবে কাঁটাতারের বেড়া নির্মাণ। হঠাই বোতল ঝুলানোর কবর পেয়ে বিজিবি সেখানে সে কাজও বন্ধ করেছে বিএসএফ।
কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০০