ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

নাপোলির নতুন ম্যারাডোনা এখন পিএসজির

Ayesha Siddika | আপডেট: ১৫ জানুয়ারী ২০২৫ - ০৩:৪০:৪৭ পিএম

স্পোর্টস ডেস্ক : খিচা কাভারাস্কেইয়ার পরিচিতি কাভারাডোনা নামে। এক মৌসুম আগে নাপোলি যে সিরি আ’র শিরোপা জিতেছিল, তাতে বড় অবদান রেখেছিলেন জর্জিয়ার এই উইঙ্গার। দীর্ঘ ৩৩ বছর পর প্রথমবারের মতো স্কুদেত্তো জয়ের স্বাদ পেয়েছিলেন নাপোলিতানরা। দিয়েগো ম্যারাডোনা যুগের পর কাভারাস্কেইয়ার মাঝেই নায়ক খুঁজে পেয়েছিলেন ক্লাবটির সমর্থকরা। তাই আদর করে তাকে কাভারাডোনা নাম দিয়েছিল তারা। সেই কাভারাডোনা নপোলি ছেড়ে পাড়ি জমালেন ফ্রান্সের রাজধানী প্যারিসে।

জর্জিয়ার উইঙ্গার কাভারাস্কেইয়া যে এই শীতকালীন দলবদলে পিএসজিতে যাচ্ছেন তা গত পরশুই (সোমবার) নিশ্চিত হয়ে গিয়েছিল। সেদিনই ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছিল এই উইঙ্গারের ক্লাব নাপোলি। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) চুক্তি স্বাক্ষর করেছে উভয়পক্ষ।

কাভারাস্কেইয়াকে দলে টানতে বড় অঙ্কের অর্থই খরচ করতে হয়েছে পিএসজিকে। অর্থের অঙ্কটা ৭০ মিলিয়িন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৮৭২ কোটি ১৩ লাখ টাকারও বেশি। পাঁচ বছরের জন্য এই জর্জিয়ান উইঙ্গারের সঙ্গে চুক্তি করছে ফরাসি চ্যাম্পিয়নরা।

২০২২ সালের জুলাইয়ে জর্জিয়ান ক্লাব দিনামো বাতুমি থেকে ১০-১২ মিলিয় ইউরোর বিনিময়ে  কাভারাস্কেইয়াকে দলে ভিড়িয়েছিল নাপোলি। ক্লাবটির হয়ে ২০২২-২৩ মৌসুমে সিরি আ’র শিরোপা জেতেন তিনি। সে মৌসুমে লিগের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। ক্লাবটির হয়ে ১০৭ ম্যাচে ৩০টি গোল এবং ২৯টি অ্যাসিস্ট করেছেন তিনি।

এদিকে কাভারাস্কেইয়া পিএসজিতে যোগ দেয়ার দিনেই ক্লাব ছেড়েছেন ফরাসি ফরোয়ার্ড রান্ডাল কোলো মুয়ানি। তবে স্থায়ীভাবে ক্লাব ছাড়ছেন না তিনি। আগামী জুন পর্যন্ত ধারে জুভেন্টাসে খেলবেন তিনি।

 

প্রিমিয়ার লিগের দুটি ক্লাবও কোলো মুয়ানিকে চাইলেও এই ফরাসি ফরোয়ার্ড যোগ সিরি আ’র জায়ান্টদেরই বেছে নিয়েছেন। তবে এই ধারের চুক্তিতে স্থায়ীভাবে কিনে নেয়ার সুযোগ রাখা হয়নি। যে কারণে মৌসুম শেষে কোলো মুয়ানি ফের পিএসজিতে ফিরে যাবেন। ধারে খেলাকালীন সময়ে তার জুভেন্টাস তার বেতন পরিশোধ করবে।

 

 

কিউটিভি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩৪

▎সর্বশেষ

ad