স্পোর্টস ডেস্ক : বিপিএল চলাকালীন সুখবর পেলেন রিশাদ হোসেন। আসন্ন পাকিস্তান সুপার লিগে ডাক পেয়েছেন বাংলাদেশি এই স্পিনার। তবে শুধু পিএসলেই নয়, এর আগে বিগ ব্যাশেও ডাক পেয়েছিলেন তিনি। যদিও বিসিবি থেকে এনওসি না পাওয়ায় অংশ নিতে পারেননি রিশাদ। জাতীয় দলে নিয়মিত মুখ হলেও, বিপিএলে শুরুর ম্যাচগুলোতে মাঠে নামার সুযোগ হয়নি রিশাদের।
এরপর অবশ্য মাঠে ফেরানো হয়েছে তাকে। বিপিএলে তার দল ফরচুন বরিশালেই খেলে গেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। সেখানেই রিশাদকে আরও কাছ থেকে যাচাই করার সুযোগ পেয়েছেন শাহিন। এবার পিএসএলে শাহিন শাহ’র লাহোর কালান্দার্সই দলে ভিড়িয়েছে রিশাদকে। তার পারিশ্রমিক ২৫ হাজার ডলার। দল পাওয়ার বিষয়ে আগেই কিছুটা আভাসও পেয়েছিলেন তিনি। এদিকে সেই ফ্র্যাঞ্জাইজির হয়ে খেলেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবালও। পিএসএলে রিশাদের দল পাওয়ার পর, ফ্র্যাঞ্জাইজিটি নিয়ে তামিম কিছুটা ধারণাও দিয়ে রাখলেন লেগ স্পিনারকে।
রিশাদ হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ, যেকোনো জায়গায় সুযোগ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আমি এখন অন্য লিগ নিয়ে কিছু ভাবছি না। আপাতত বিপিএল খেলছি, এটাতেই সকল ফোকাস দিচ্ছি। যখন সেই টুর্নামেন্ট শুরু হবে তখন দেখা যাবে। আমি আগে থেকেই কিছুটা আভাস পেয়েছিলান যে আমাকে পিএসএলে নেয়া হচ্ছে। তামিম ভাই আমাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই ফ্র্যাঞ্চাইজিতে খেলে ভালো লাগবে।’
রিশাদ ছাড়াও পিএসএলে দল পেয়েছেন নাহিদ রানা ও লিটন দাস। তবে পিএসএলের ড্রাফট হতাশ করেছে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়ের মতো তারকা ক্রিকেটারদের। তবে বিদেশি লিগে ভবিষ্যতে বাংলাদেশি ক্রিকেটারদের আরও বেশি অংশগ্রহণের প্রত্যাশা রিশাদের। ফরচুন বরিশালের এই লেগি বলেন, ‘ইনশাল্লাহ ভালো খেলতে থাকলে সামনে আরও সুযোগ আসবে।
কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো। আমরা তো চাইব সকলেই বাইরের লিগগুলো খেলুক। আশা করি, পরের থেকে আরও বেশি ক্রিকেটার বাইরের লিগগুলোতে খেলবে।’পিএসএলে এখন পর্যন্ত দুইবার শিরোপার দেখা পেয়েছে লাহোর। আর একবার রানার্স-আপ হয়েছে দলটি।
কিউটিভি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৩৩