
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে লিগ পর্বের প্রায় অর্ধেকটা শেষ। লিগ পর্বের ২০ ম্যাচ সম্পন্ন হওয়ার পর এখন টেবিলের শীর্ষে অবস্থান করছে টানা ৭ জয় পাওয়া রংপুর রাইডার্স। আর ৭ ম্যাচে স্রেফ ১ জয় পাওয়া ঢাকা ধুঁকছে টেবিলের তলানিতে। আর ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে চলতি আসরকে রাঙিয়েছেন তাসকিন-জাকিররা।
টেবিল টপার রংপুর রাইডার্সের টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান ৭ ইনিংসে ২২৮ রান নিয়ে আছে পাঁচ নম্বরে। বোলারদের মধ্যে রীতিমত উড়ছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। ৬ ইনিংসে দুর্বার রাজশাহী পেসারর প্রাপ্তি ১৪ উইকেট। এর মধ্যে শুধু ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এক ম্যাচেই ১৯ রান খরচায় ৭ উইকেট ঝুলিতে পোরেন তিনি। বিপিএল ইতিহাসে এখন এটাই সেরা বোলিং পরিসংখ্যান।
তাসকিনের পর সমান ১১ উইকেট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থান রয়েছেন দুই দেশি পেসার আবু হায়দার রনি এবং তানজিম হাসান সাকিব। খুলনায় খেলা রনি ৫ এবং সিলেটের সাকিব ৬ ইনিংসে বোলিং করে ১১ উইকেট শিকার করেছেন। এরপরের অবস্থানে থাকা তিন খুশদিল শাহ, মাহেদি হাসান এবং নাহিদ রানা। রংপুর রাইডার্সের এই তিন বোলারই সমান ৯টি করে উইকেট শিকার করেছেন।
কিউটিভি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০০