ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

আগুন ঝরাচ্ছেন তাসকিন, ব্যাট হাতে জাকিরের তাণ্ডব

Ayesha Siddika | আপডেট: ১৪ জানুয়ারী ২০২৫ - ০৮:০২:০৫ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে লিগ পর্বের প্রায় অর্ধেকটা শেষ। লিগ পর্বের ২০ ম্যাচ সম্পন্ন হওয়ার পর এখন টেবিলের শীর্ষে অবস্থান করছে টানা ৭ জয় পাওয়া রংপুর রাইডার্স। আর ৭ ম্যাচে স্রেফ ১ জয় পাওয়া ঢাকা ধুঁকছে টেবিলের তলানিতে। আর ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে চলতি আসরকে রাঙিয়েছেন তাসকিন-জাকিররা।

ব্যাট হাতে চলতি আসরে এখন পর্যন্ত সবচেয়ে উজ্জ্বল সিলেট স্ট্রাইকার্সে খেলা জাকির হাসান। ৬ ইনিংসে ৫০.২০ গড়ে ২৫১ রান করেছেন এই ব্যাটার। তার চেয়ে ২ রান কম নিয়ে দুইয়ে অবস্থান করছেন চিটাগং কিংসের উসমান খান। দল হিসেবে ঢাকা ক্যাপিটালস দুঃস্বপ্নের মৌসুম কাটালেও ব্যাট হাতে উজ্জ্বল দলটির দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান। বিশেষ করে দুর্বার রাজশাহীর বিপক্ষে জোড়া সেঞ্চুরিতে দল যেমন টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে, তাদের ব্যক্তিগত সংগ্রহও তাতে ফুলেফেঁপে উঠেছে। ৭ ইনিংসে ২৪৬ রান নিয়ে তানজিদ তৃতীয় এবং এক ইনিংস কম খেলেও ২৪০ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন লিটন।

টেবিল টপার রংপুর রাইডার্সের টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান ৭ ইনিংসে ২২৮ রান নিয়ে আছে পাঁচ নম্বরে। বোলারদের মধ্যে রীতিমত উড়ছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। ৬ ইনিংসে দুর্বার রাজশাহী পেসারর প্রাপ্তি ১৪ উইকেট। এর মধ্যে শুধু ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এক ম্যাচেই ১৯ রান খরচায় ৭ উইকেট ঝুলিতে পোরেন তিনি। বিপিএল ইতিহাসে এখন এটাই সেরা বোলিং পরিসংখ্যান।

তাসকিনের পর সমান ১১ উইকেট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থান রয়েছেন দুই দেশি পেসার আবু হায়দার রনি এবং তানজিম হাসান সাকিব। খুলনায় খেলা রনি ৫ এবং সিলেটের সাকিব ৬ ইনিংসে বোলিং করে ১১ উইকেট শিকার করেছেন। এরপরের অবস্থানে থাকা তিন খুশদিল শাহ, মাহেদি হাসান এবং নাহিদ রানা। রংপুর রাইডার্সের এই তিন বোলারই সমান ৯টি করে উইকেট শিকার করেছেন।

 

 

কিউটিভি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad